শৈশবকালে হারিয়ে যায়
অনেক ছেলে মেয়ে,
আসবে কবে আপন ঘরে
স্বজন থাকে চেয়ে।
হারিয়ে গেছে সেই জনেরা
আসে না কভু ফিরে,
স্বজন তরে থাকেন শুধু
স্মৃতি এটুকু ঘিরে।
তাদের সাথে দেখা করতে
মনে ইচ্ছে করে,
সেই কথাটা মনে হলেই
অঝোর ধারা ঝরে।
চলে গেছে যে সবার থেকে
অনেক বেশি দূরে,
তাকে দেখতে পেলে স্বজনে
হৃদয় খানা ভরে।
সম্ভব না দেখা করে তো
অচিন পুরে ভাই,
সেথায় গিয়ে দেখা করাই
কারো সাধ্য নাই।
রচনাকালঃ
৩০/০৭/২০২১
৫+৫/৫+২ মাত্রা বৃত্ত ছন্দ
সুন্দর ছড়া পদ্য। শুভ সকাল কবি অপূর্ব। আসুন অন্যের পোস্টেও মতামত দেই।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।