আবুল মিয়া
গাঁয়ের সহজ সরল মানুষ আবুল মিয়া নাম
হেঁসে খেলে বলে কথা
মনে তাহার নেই’কো ব্যথা
স্বপ্ন দিয়ে আঁখি ঘেরা
জগৎ মাঝে তিনি সেরা
আবুল মিয়ার স্বপ্ন গুলো কোটি টাকা দাম।
দুইটি ছেলে
আমার গাঁয়ের দুইটি ছেলে কুটিল তাদের মন
পরচর্চা বসে করে
নিজের দোষটা নাহি ধরে
নিজকে ভাবে চালক অতি
নাহি তাহার জীবন গতি
হাতে হাতটা রেখে চলে তারা প্রতি ক্ষণ।
স্বরবৃত্ত ছন্দ
৪+৪+৪+১
৪+৪
৪+৪
৪+৪+৪+১
রচনাকালঃ
১১/০৮/২০২১
দুইটি ছড়াক্কা চমৎকার হয়েছে। শুভেচ্ছা কবি অপূর্ব।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।