হেমন্ত

৬+৬/৬+২ মাত্রাবৃত্ত ছন্দ

শরতের শেষে হেমন্ত আসে
নিখিল ধরার বুকে,
ঘাসের বুকতে শিশিরের কণা
পরে ওই মহা সুখে।

নতুন ধানের সোনালি আভায়
মাঠকে লাগে যে ভালো,
হালকা বাতাসে রবির কিরণে
দূর হয় সব কালো।

শীতের আভাস নিয়ে হেমন্ত
আসে মানুষের ঘরে,
হেমন্ত রাতে মেঘহীন নভ
নানা আনন্দে ভরে।

সোনালি ফসল ঘরে এনে চাষি
মহানন্দে যে হাসে,
পিঠাপুলির-ই উত্সব দিনে
বসে স্ত্রীর ওই পাশে।

সেই সময়ের জামাই আদর
ভীষণ রকম খাসা,
বলবো কি আর সেই কথা তবে
নেইকো তেমন ভাষা।

রচনাকালঃ
০৪/১১/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “হেমন্ত

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি। 

      শুভকামনা রইল সতত।। 

  1. শীতের আভাস নিয়ে হেমন্ত
    আসে মানুষের ঘরে,
    হেমন্ত রাতে মেঘহীন নভ
    নানা আনন্দে ভরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অতুলনীয় মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল সতত।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।