বিষাক্ত প্রেমিকা

১০+৮ অক্ষরবৃত্ত ছন্দ

তুমি ছিলে মোর মূল প্রেম তুমি ছিলে মোর শেষ
ইচ্ছে ছিলো তোমারে নিয়ে-ই জীবন কাটাবো বেশ।
মিথ্যা আশা ভালোবাসা বুকে কষ্টের বহতা নদী,
সুখে রবো তো ধরার বুকে পাশে থাকো তুমি যদি ।

মিথ্যা আশা দিয়া তবে তুমি করিলে ওই ছলনা
তোমা দেখে মনে হয় তুমি যে ছিলে মিথ্যা ললনা।
কথায় কথায় বলতে যে থাকবো তোমার সাথে
ক্ষুদ্র স্বার্থের জন্য যে হাত রেখেছো অন্যের হাতে।

টিউশন করে তোমা আমি দিতাম প্রচুর টাকা
তোমা ছাড়া আমার জীবন লাগে শুধু ফাঁকা ফাঁকা।
মনের সুপ্ত আশা জাগ্রত করিলে তুমি যে মোর,
ইচ্ছে জাগে থাকবো যে তোমা মনে দিবানিশি ভোর।

অন্যের ঘরের ঘরণী যে তুমি বুকে বড় কষ্ট
ইচ্ছে করে তুমি তো- ই মোর স্বপ্ন করিল যে নষ্ট।
বসে বসে ভাবি আমি শুধু সেই কথা গুলো তবে
প্রেম বিরহ অনলে পুড়ে হৃদয় খানা-ই ভবে।

হৃদয়টা পুড়তে পুড়তে হয়ে গেছে তবে ছাই
কষ্টের কথা বলবো কাকে তেমন মানুষ নাই।
বিষন্নতায় মোর জীবনে নাহি কোনো তবে সুখ
তোকে ছাড়া মোর জীবনে যে শুধু কষ্ট আর দুখ।

নিখুঁত তোর অভিনয়ে যে পেয়েছি খুব-ই ধোঁকা
যুগ অনুযায়ী ছিলাম রে আমি শুধু ওই বোকা।
সেই সুযোগ নিয়ে রে তুমি ছলনা করে তো গেলে
তোমাকে ছাড়া জীবন মুখে চলি দীর্ঘ শ্বাস ফেলে।

রচনাকালঃ
০১/০৯/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “বিষাক্ত প্রেমিকা

  1. বিষন্নতায় মোর জীবনে নাহি কোনো তবে সুখ
    তোকে ছাড়া মোর জীবনে যে শুধু কষ্ট আর দুখ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. দারুণ মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল সতত।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।