কষ্ট

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

বন্ধু তোমার কথা শুনে
কষ্ট পেলাম মনে,
কেন তুমি এ বোল করলে
ভাবি ক্ষণে ক্ষণে।

সব মানুষের সব প্রতিভা
থাকে না তো কভু,
আমি তো ভাই কাব্য লিখি
সময় নিয়ে তবু।

নিন্দা করা নিন্দুকের কাজ
আমার কাজ নয় তবে,
মন খুশিতে নিন্দা করো
বসে নিখিল ভবে।

কাজী নজরুল রবীন্দ্রনাথ
খ্যাতিমান ওই মানুষ,
তাঁদের কাছে আমি হলাম
ছেলের খেলার ফানুস।

সদ্য আমি কাব্য লিখি
জানো তুমি ভালো,
আমার কাব্যের জন্য তোমার
মুখখানা বেশ কালো।

বসে বসে নিরব ক্ষণে
হাসো মনে মনে,
ক্যামনে ও-যে কাব্য লেখে
বলে বেড়াও জনে।

অন্যের ভালোই গাত্রদাহ
হয় তা আমি জানি,
কাজ করিলে কাজের নিন্দা
হবে বহু খানি।

আর কি তুমি বলবে আমায়
ক্যামনে কাব্য লিখি,
এই পৃথিবীর পথে চলে
নানা জিনিস শিখি।

রচনাকালঃ
২৬/১০/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “কষ্ট

    1. দারুণ মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল সতত।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।