প্রেমের আগুন

৪+৪/৪+২

মেতে আছো নতুন প্রেমে
নতুন জনকে পেয়ে,
তোমার আশা আজও আমি
থাকি পথটা চেয়ে।

ইচ্ছে খুশি শাস্তি দিতে
নিতাম মাথা পেতে,
সুখে আছো এখন তুমি
অন্যের প্রেমে মেতে।

তোমার জন্য বুকে আমার
আগুন জ্বলে তবে,
ধোঁকা দিয়ে চলে গেলে
তুমি সেই যে কবে।

আমার মনটা তোমার জন্য
কাঁদে প্রতি ক্ষণে,
আজও প্রিয়া আছো তুমি
আমার প্রাণে মনে।

তুমি আমার জীবন নদে
ছিলে সুখে ভেলা,
মন আনন্দে তোমায় নিয়ে
করছি কত খেলা।

প্রেম অনলে পুড়ে ভস্ম
আমার হৃদয় তবু,
কেন তুমি এমন করো
জানে শুধু প্রভু।

রচনাকালঃ
০৪/০৯/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

3 thoughts on “প্রেমের আগুন

    1. অনেক সুন্দর মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল সতত।।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।