অনুক্ত

৪+৪/৪+১/৪+১/৪+১/৪+৪

অনেক কথা বলার ছিলো হলো না আর সখী বলা
মনটা ভালো নাই
কোথায় তবে যাই
সদা ভাবি তাই
হলো না আর সখী তোমায় নিয়ে জীবন পথে চলা।

ওগো সখী তোমার কথা ভেবে কষ্ট লাগে মনে
একাকি প্রাণে দুখ
নাই তো আসে সুখ
হৃদয় খানা মূক
দুখ অনলে আজও পুড়ি আমি রে ওই প্রতিক্ষণে।

দিবানিশি সদা প্রিয়া মনে ব্যথা নিয়ে চলি
এমনি আমি চুপ
গভীর ভাবনায় ডুব
মনে ব্যথা খুব
ব্যথার সাগর মনে নিয়ে সদা সুখ সুখ আমি বলি।

পাথর হয়ে গেছে আমার জীবন নদের সুখের তরী
সুখ যে কোথায় পাই
আপন কেহ নাই
কেঁদে কেঁদে যাই
দুখের সাথে লড়াই করে জীবন গেছে দুখে ভরি।

রচনাকালঃ
১৯/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “অনুক্ত

    1. সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।। 

      শুভকামনা রইল সদা।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. পাথর হয়ে গেছে আমার জীবন নদের সুখের তরী
    সুখ যে কোথায় পাই https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।