৫+৫/৫+২
তাল পেকেছে তালগাছেতে
দেখতে লাগে ভালো,
পাকা তালটা দেখায় তবে
খুউব বেশি কালো।
তালের গাছে বাবুই পাখির
সুনিপুণ যে বাসা,
গগন ছোঁয়া তালগাছকে
দেখতে লাগে খাসা।
ঝড়ের দিনে বাতাসে দোলে
বাবুইপাখি সব,
তখন করে বাবুই পাখি
ভালোয় কল’রব।
বাবুইপাখি শিল্প পাখি
নিখুঁত তার কাজ,
তালগাছেতে বাসা তাদের
অন্য গাছে লাজ।
রচনাকালঃ
০১/০৯/২০২১
ঝড়ের দিনে বাতাসে দোলে
বাবুইপাখি সব,
তখন করে বাবুই পাখি
ভালোয় কল’রব।
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।