প্রেমিকা

৮+৬ অক্ষরবৃত্ত ছন্দ

যাকে আমি বাসি ভালো সদা পড়ে মনে
হোক সে তো যত কালো নিখিল ভুবনে।
নব নব স্বপ্ন আশা দিতে প্রিয়া তুমি
তারই জন্য আমি তবে তোমাকে তো চুমি।
হাতে হাত রেখে প্রিয়া ঘুরে কত বেলা
মন অভিলাষে মোরা খেলেছেি যে খেলা।
বলেছি বাঁধিবো ঘর দিয়েছিলে আশা
বলেছিলে হবে না পর মুখে নাই ভাষা।

জীবন নদের স্রোতে চলে গেলে তুমি
বিরহ অনলে পুড়ে বেঁচে আছি আমি।
অন্যের ঘরণী তুমি আমি শুধু একা
তুমি হীন প্রেমে নেই আনন্দেরই দেখা।

রচনাকালঃ
০৩/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “প্রেমিকা

  1. জীবন নদের ঝড়ে চলে গেলে তুমি
    বিরহ অনলে পুড়ে বেঁচে আছি আমি।
    অন্যের ঘরণী তুমি আমি শুধু একা
    তুমি বিহীন পাইনা আনন্দেরই দেখা। ___ অভিনন্দন প্রিয় কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।