অবহেলা করো না, পড়ো

শিক্ষাকে অবহেলা করো না, সর্বনাশ হয়ে যাবে
শিক্ষা ছাড়া কোনো জাতি,
সভ্যতার শিখরে আহরণ করতে পারে না।
মনোযোগ সহকারে পড়ো। পড়ার মর্মার্থ বুঝে পড়ে
গবেষনা করে করে পড়ো। পড়ো, পড়ো এবং পড়ো।
দেখবে সফলতা আসবে।

ব্যর্থতার কালো হাত স্বপ্নকে ধ্বংস করে।
জানি তোমার পড়তে ভালো লাগেনা
পড়তে গেলে মনে আসে নানা কুমন্ত্রণা,
কুমন্ত্রণার ছোবল তোমার হৃদয়কে ভেদ করে
তার জন্য তোমার মন পড়াশোনায় অমনোযোগী
কুমন্ত্রণাকে প্রশ্রয় দিওনা তুমি কভু
তাকে বারংবার প্রত্যাখ্যান করো।

অবহেলা হলো ব্যর্থতার পদসোপান।
ব্যর্থতা জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়।
তুমি সফলতাকে ধরার জন্য চেষ্টা করো
একটু কষ্ট হলেও, দেখবে সফলতা আসবে।
ব্যর্থতা জীবনকে তিলে তিলে শেষ করে।

যদি সুখে শান্তিতে আজকের বিশ্ব বিচরণ করতে চাও
শিক্ষা ও প্রযুক্তিকে গুরুত্ব দাও। অবহেলা করো না।
গুরুত্ব দিলে তুমিও প্রত্যক কাজে সফলতা অর্জন করবে।

রচনাকালঃ
২০/০২/২০২২

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “অবহেলা করো না, পড়ো

  1. মনোযোগ সহকারে পড়ো। পড়ার মর্মার্থ বুঝে পড়ে
    গবেষনা করে করে পড়ো। পড়ো, পড়ো এবং পড়ো।
    দেখবে সফলতা আসবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি। 

      শুভকামনা রইল।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।