কিছু স্মৃতি কিছু প্রীতি
যায় তো না ভোলা,
মনের কথা যথাযথা
যায় না যে বলা।
সুখের সাথে দিনে রাতে
চলতে হয় যে কভু,
হাসি মুখে সুখে দুখে
অবাক লাগে তবু।
সুখী জনে নিত্য ক্ষণে
খেলে নানা খেলা,
সুখের সময় পুরো মৃন্ময়
ভাসে খুশির ভেলা।
সুখের স্মৃতি দুখের প্রীতি
কষ্ট লাগে প্রাণে,
কত আশা কত ভাষা
প্রকাশ পায় না গানে।
রচনাকালঃ
১০/১০/২০২২
অপূর্ব অনন্য অনবদ্য অসাধারণ মুগ্ধতা প্রিয়।
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।
চমৎকার কবি কেমন আছেন
বেশ কয়েকদিন পর————
সুন্দর মন্তব্য করে লেখা অনুপ্রেরণা দেবার জন্য অশেষ ধন্যবাদ ।
শুভকামনা রইল কবি।
সুখের স্মৃতি দুখের প্রীতি
কষ্ট লাগে প্রাণে,
কত আশা কত ভাষা
প্রকাশ পায় না গানে।
সুন্দর মন্তব্য করে লেখা অনুপ্রেরণা দেবার জন্য অশেষ ধন্যবাদ ।
শুভকামনা রইল কবি।