সুখ উল্লাস

আর কতকাল দুখ সাগরে
ভাসবো আমি প্রভু,
দিবানিশি সুখ সাগরের
সন্ধান করি তবু।

পাই না এই ধরার বুকে
একটু সুখের ছোঁয়া,
সুখবিহীন যে বৃথা জীবন
সবই কালো ধোঁয়া।

অবাক চোখে যেদিক তাকাই
শূন্য দেখি সবই,
সুখের খোঁজে ক্লান্ত হয়ে
আঁকি নানা ছবি।

সুখ উল্লাসে জীবনটাকে
মেতে রাখতে হবে,
নইলে মানব জীবনটা যে
দুখ অনলে রবে।

রচনাকালঃ
০৩/০৯/২০২২

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “সুখ উল্লাস

  1. সুখ উল্লাসে জীবনটাকে
    মেতে রাখতে হবে,
    নইলে মানব জীবনটা যে
    দুখ অনলে রবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সুন্দর মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল।। 

       

  2. বাহ মনোমুগ্ধকর লিখনী
    অসাধারণ হয়েছে প্রিয়,একরাশ মুগ্ধতা।

    1. সুন্দর মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল।। 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।