শরৎকালের বৃষ্টি প্রাণহীন এ শহরে যেন প্রাণ ফেরানোর আহ্বান। মাতাল এ বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসিতে তবলার ধ্বনি তুলে বেসুরো গানের অন্তরালে হারিয়ে যেতে ইচ্ছে করছে।
যে গানে জীবনের কথা থাকবে…..
……থাকবে সকল হিংসা বিদ্বেষ জয় করার প্রত্যয়।
সেই সাথে সৌহার্দ্য-সম্প্রীতির সর্বজনীন একটি মঞ্চ তৈরি হোক। যেখানে মুক্ত মনে গান গেয়ে রং তুলির খেলায় মেতে ওঠা যাবে।
2 thoughts on “শরৎকালের প্রাণহীন বৃষ্টি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যে গানে জীবনের কথা থাকবে…..
……থাকবে সকল হিংসা বিদ্বেষ জয় করার প্রত্যয়।
সেই সাথে সৌহার্দ্য-সম্প্রীতির সর্বজনীন একটি মঞ্চ তৈরি হোক।
শব্দনীড়ে স্বাগতম আপনাকে।
অসাধারণ লিখেছেন ।
শুভ কামনা রইল