বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন;
যতই আসুক ঝড় ঘনিয়ে
যতই আসুক দুর্বার সমীরণ,
থামাতে পারবে না কিছুতেই জাগরণ
এ জীবন চলবে – চলবেই আমরণ;
তুমি আছো কাণ্ডারি হয়ে
ডুবাতে পারবে না তরী অশনিহনন;
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।।

আসুক যতই কালো রাত,
আনবো আমরা নতুন প্রভাত;
বুকে আছে অসীম সাহস,
শত্রুর কাছে মানবো না বশ;
আছো তুমি দিশারী হ’য়ে
হারাবে না পথ এদুটি চরণ;
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।।

যতই আসুক প্লাবন ধেয়ে,
গড়বো এদেশ স্বপ্ন দিয়ে;
হৃদয়ের এই মৃত্যঞ্জয়ী আকাংখা,
দমাতে পারবে না কোন জিঘাংসা;
তুমি আছো জগন্ময় হ’য়ে,
অন্ধকারে সবুজের হবে না স্খলন;
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।।

আসুক যতই প্রলয়-প্রপাত,
আমরা রুখবো সব অভিঘাত;
মুষ্টিবদ্ধ হাতে পাহাড় ভেঙ্গে
উঠবে আবার মুক্তিসেনারা জেগে;
তুমি আছো পাঞ্জেরি হ’য়ে,
লাগবে না পরাশক্তির অভিশংসন;
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।।

2 thoughts on “বঙ্গবন্ধু

  1. বঙ্গবন্ধু আমাদের দেশপ্রেম এবং অনুপ্রেরণার অনন্য উজ্জ্বল নক্ষত্র।
    গীতিকবিতার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি মোঃ সফি উদ্দীন।

  2. প্রিয় কবি, চলার পথে ঊনিশত একাত্তরে বঙ্গবন্ধুই ছিলেন অনুপ্রেরণা। শত বাধা – বিঘ্নতা তাঁকে রুখতে পারেনি। তিনি ছিলেন অটল-সবল-সচল। মুক্তিসেনারা তাঁরই অনুপ্রেরণায় যুদ্ধে ঝাঁপায়! বঙ্গবন্ধু নক্ষত্রের ন্যায় চির জাগরুক থাকবেন সবার অন্তরে।

    আপনাকে ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।