বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন;
যতই আসুক ঝড় ঘনিয়ে
যতই আসুক দুর্বার সমীরণ,
থামাতে পারবে না কিছুতেই জাগরণ
এ জীবন চলবে – চলবেই আমরণ;
তুমি আছো কাণ্ডারি হয়ে
ডুবাতে পারবে না তরী অশনিহনন;
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।।
আসুক যতই কালো রাত,
আনবো আমরা নতুন প্রভাত;
বুকে আছে অসীম সাহস,
শত্রুর কাছে মানবো না বশ;
আছো তুমি দিশারী হ’য়ে
হারাবে না পথ এদুটি চরণ;
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।।
যতই আসুক প্লাবন ধেয়ে,
গড়বো এদেশ স্বপ্ন দিয়ে;
হৃদয়ের এই মৃত্যঞ্জয়ী আকাংখা,
দমাতে পারবে না কোন জিঘাংসা;
তুমি আছো জগন্ময় হ’য়ে,
অন্ধকারে সবুজের হবে না স্খলন;
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।।
আসুক যতই প্রলয়-প্রপাত,
আমরা রুখবো সব অভিঘাত;
মুষ্টিবদ্ধ হাতে পাহাড় ভেঙ্গে
উঠবে আবার মুক্তিসেনারা জেগে;
তুমি আছো পাঞ্জেরি হ’য়ে,
লাগবে না পরাশক্তির অভিশংসন;
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।।
বঙ্গবন্ধু আমাদের দেশপ্রেম এবং অনুপ্রেরণার অনন্য উজ্জ্বল নক্ষত্র।
গীতিকবিতার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি মোঃ সফি উদ্দীন।
প্রিয় কবি, চলার পথে ঊনিশত একাত্তরে বঙ্গবন্ধুই ছিলেন অনুপ্রেরণা। শত বাধা – বিঘ্নতা তাঁকে রুখতে পারেনি। তিনি ছিলেন অটল-সবল-সচল। মুক্তিসেনারা তাঁরই অনুপ্রেরণায় যুদ্ধে ঝাঁপায়! বঙ্গবন্ধু নক্ষত্রের ন্যায় চির জাগরুক থাকবেন সবার অন্তরে।
আপনাকে ধন্যবাদ।