ভালোবাসার কাব্য – এগারো

ভালোবাসা,
তোমার বয়স কত হলো?
কতকাল পেরিয়ে তুমি
ঘুলঘুলির অন্ধকারে
স্তব্ধ হয়ে আছো!
ভালোবাসা,
এখন তুমি কেবলি
সন্ধ্যার শুনশান নীরবতা!
ভালোবাসা,
তোমার বয়স কত হলো?

11 thoughts on “ভালোবাসার কাব্য – এগারো

  1. ভালোবাসা,
    এখন তুমি কেবলি
    সন্ধ্যার শুনশান নীরবতা!

     

    * সুন্দর…

মন্তব্য প্রধান বন্ধ আছে।