ভালোবাসার কাব্য – ষোল

যখন কবিতা লিখতে বসি
খুঁজে ফিরি শব্দ–সুখ
আর ছন্দের পাঁচালী,
তুমি এসে আমার সামনে দাঁড়াওঃ
আমার সমস্ত অস্তিত্বে টের পাই
তোমার নান্দনিক বিচরণ-
এজন্যে যখনি কবিতা লিখতে বসি,
কলম আর কাগজের সঙ্গমে
যে কবিতা জন্ম নেয়,
সে তুমি, শিপ্রা।

6 thoughts on “ভালোবাসার কাব্য – ষোল

  1. তুমি এসে আমার সামনে দাঁড়াওঃ
    আমার সমস্ত অস্তিত্বে টের পাই————–

মন্তব্য প্রধান বন্ধ আছে।