যখন কবিতা লিখতে বসি
খুঁজে ফিরি শব্দ–সুখ
আর ছন্দের পাঁচালী,
তুমি এসে আমার সামনে দাঁড়াওঃ
আমার সমস্ত অস্তিত্বে টের পাই
তোমার নান্দনিক বিচরণ-
এজন্যে যখনি কবিতা লিখতে বসি,
কলম আর কাগজের সঙ্গমে
যে কবিতা জন্ম নেয়,
সে তুমি, শিপ্রা।
6 thoughts on “ভালোবাসার কাব্য – ষোল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তুমি এসে আমার সামনে দাঁড়াওঃ
আমার সমস্ত অস্তিত্বে টের পাই————–
চমৎকার কবিতা প্রিয় কবি। শুভদিন।
শিপ্রা
আপনি কি দেখছেন এই কবিতা?
সুন্দর।
শিপ্রা'র প্রতি আবারও শুভেচ্ছা রাখলাম কবি দা।
* চমৎকার…