মেঘের বাড়ী যাবো আজ দুজনে
চলো না হাওয়ায় ভাসি,
মনের ভুবনে যাবো আজ গোপনে
চলো না ভালোবাসি।।
মেঘের আড়ালে পারিজাত কোমলে
খুঁজে নিবো জীবনের মানে,
গোধূলি গগনে সূর্যটা হারালে
ছুটে যাবো নক্ষত্র-বাগানে।
মেঘের বাড়ী যাবো আজ দুজনে
চলো না হাওয়ায় ভাসি,
মনের ভুবনে যাবো আজ গোপনে
চলো না ভালোবাসি।।
সুরভিত বাতাসে চাঁদোয়া আকাশে
উড়ে যাবো নীল জ্যোৎস্নায়,
পরীর দেশে মায়াবী আবেশে
খুলে দিবো হৃদয় তোমায়।
মেঘের বাড়ী যাবো আজ দুজনে
চলো না হাওয়ায় ভাসি,
মনের ভুবনে যাবো আজ গোপনে
চলো না ভালোবাসি।।
/ড. মোঃ সফি উদ্দীন
শেষের আহ্বান শর্তহীন থাকলে যেখানে না যাবার সেখানেও যাওয়া যেতে পারে।
কেন জানি মনে হলো আজ আপনার লেখায় পরিপূর্ণতার আদল রয়েছে। অভিনন্দন।
অসাধারণ কবিতা সফি ভাই।