এক।
একুশে একুশে কেটে গেল একুশ বছর,
তোমার আমার মিলন হলো বাংলায় অতঃপর।
বর্ণমালায় বেঁধেছি আমাদের দু’জনার ঘর,
ভাঙবে না আসুক যতই কালবৈশাখী ঝড়।
দুই।
‘অপরাজেয় বাংলা’ আছে বক্ষে আমার,
তোমায় ভালোবেসে জেগে উঠি আবার।
হৃদয়ে সদা জাগ্রত শহীদ মিনার,
আমার দেহে তোমার সর্বজয়ী বিথার।
/ড. মোঃ সফিউদ্দীন
অপূর্ব ভালবাসার কথন।
দেশ মাটি আর শব্দ প্রেমের কবিতা। অভিনন্দন মি. সফি উদ্দীন।
বর্ণমালায় বেঁধেছি আমাদের দু’জনার ঘর,
ভাঙবে না আসুক যতই কালবৈশাখী ঝড়।
* চমৎকার কাব্য…
দারুণ কবি সফি ভাই।
সুন্দর।
বাহ
সহজ সরল সুন্দর