। কোন বেদনা আমায় আর ।
কোন বেদনা আমায় আর
কখনো কাঁদাতে পারে না।
কোন দুঃখ আমায় আর
কখনো ছুঁতে পারে না।
শুয়ে আছি একা এই কবরে
ঢেকে দেহ সবুজ ঘাসের চাদরে।
তোমার হাতের ছোঁয়ায় জেগে উঠি-
দেখি সবুজ চাদরে ফুলের লুটোপুটি;
আকাশে ছড়ানো ঐ নীল জ্যোৎস্না
দিয়েছে তোমায় আমার সমাধির ঠিকানা।
কোন বেদনা আমায় আর
কখনো কাঁদাতে পারে না।
তোমায় ভালোবেসেছিলাম বড় আদরে,
তুমি বুঝনি তখন অবহেলাভরে;
বুঝেছ যখন আমি নেই কাছে,
পেয়েছি ঠাঁই অচেনা গাঁয়ের পাশে।
অবশেষে তোমার পায়ের করুণ আল্পনা
পেয়েছে খুঁজে আমার সমাধি-সীমানা।
কোন বেদনা আমায় আর
কখনো কাঁদাতে পারে না।
কোন দুঃখ আমায় আর
কখনো ছুঁতে পারে না।
কোন বেদনা আমায় আর
কখনো কাঁদাতে পারে না।
/ড. মোঃ সফিউদ্দীন
ধন্যবাদ কবি মি. ড. মোঃ সফিউদ্দীন। শুভকামনা।
অনেক সুন্দর একটি কবিতা প্রিয় কবি সফি ভাই। সালাম।
মুগ্ধ হলাম কবি দা।