তুমি চলতে চলতে খুঁজো যাকে
প্রতিদিন শহরের আনাচে কানাচে,
বলে দাও-বলে দাও ‘খুঁজো’ তাকে
কোন এক সন্ধ্যায় পেলে কাছে।।
১। দেখ প্রজাপতি মেলেছে পাখা
ফুলের গহীন গোপন স্বাদে,
শোন ফড়িঙের হৃদয়ের আকাংখা
ঘাসের প্রাণে শিশিরে কাঁদে।
২। দেখ মেঘেরা বলছে কথা
সুদূরে ঐ আকাশের নীলে
শোন বৃষ্টির গোপন ব্যথা
নদীর মোহনায় বিলাপে মিলে
৩। তুমি আনমনে ভাবো যাকে
প্রতিদিন জীবনেরই ধারাপাতে,
বলে দাও-বলে দাও ‘ভাবো’ তাকে
কোন এক জ্যোৎস্না রাতে।
/ড. মোঃ সফি উদ্দীন
ভালোবাসার কাব্যে শুভেচ্ছা এবং ভালোবাসা ড. মোঃ সফি উদ্দীন।
ভালোবাসার কাব্যখানি অনেক খানি আপন মনে হলো। শুভেচ্ছা শফি দা।
নির্মেদ এমন কবিতা আমার কাছে সব সময় ভাল লাগে প্রিয় কবি দা। দারুণ একটি সিরিজ।
সুন্দর ধারাবাহিক।