আঠারো বছর কেটে গেছে…
অনেক রূপান্তরে প্রিয় শহর,
তুমি আর তোমার জীবন
বদলে গেছে এই আঠারো বছর –
তবু আমি আজো তোমাকে খুঁজি
রাজপথে চটপটি ফুচকার ঝালে,
রেস্তোরাঁয় গরম কফির মগে,
আকাশের নীলে নক্ষত্র জালে।
/ড. মোঃ সফিউদ্দীন
আঠারো বছর কেটে গেছে…
অনেক রূপান্তরে প্রিয় শহর,
তুমি আর তোমার জীবন
বদলে গেছে এই আঠারো বছর –
তবু আমি আজো তোমাকে খুঁজি
রাজপথে চটপটি ফুচকার ঝালে,
রেস্তোরাঁয় গরম কফির মগে,
আকাশের নীলে নক্ষত্র জালে।
/ড. মোঃ সফিউদ্দীন
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধারাবাহিক কবিতায় অভিনন্দন মি. ড. মোঃ সফিউদ্দীন।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
আকাশের নীলে নক্ষত্র জালে। কী অসাধারণ শাব্দিক উপমা। শুভেচ্ছা কবি শফি ভাই।