| আশা |
ক্ষণিকের আশা
খুঁজে পেলো ভাষা;
ক্ষণিক তারে
এঁকেছিনু চোখে,
স্বপ্ন ভঙ্গ হলে
দেখিনু সে কিছু নহে।
এই শেষ নয়
জীবনের হলো শুধু ক্ষয়,
হায়! মরণের ক্ষণে
আশা তবু রয়।
/ড. মোঃ সফি উদ্দীন
| আশা |
ক্ষণিকের আশা
খুঁজে পেলো ভাষা;
ক্ষণিক তারে
এঁকেছিনু চোখে,
স্বপ্ন ভঙ্গ হলে
দেখিনু সে কিছু নহে।
এই শেষ নয়
জীবনের হলো শুধু ক্ষয়,
হায়! মরণের ক্ষণে
আশা তবু রয়।
/ড. মোঃ সফি উদ্দীন
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা কবি ড. মোঃ সফি উদ্দীন।
সুন্দর প্রিয় কবি দা।
ভালো কবিতা কবি সফি ভাই। আদাব।
ভালোবাসার কাব্য এবং জীবনের জন্য পঙ্ক্তিমালা কবিতায় মুগ্ধ হলাম কবি।