|থেমে যাবে রক্তের কোলাহল|
পৃথিবীর এলোমেলো পথে অভ্যস্ত জীবন
ব্যস্ত সময়ের অভিঘাতে হচ্ছে ক্ষয়;
জীবনের শেষ বেলায় হলুদ পাতার মত সঙ্গিন
হয়ে আসে ফুসফুস, হৃৎপিণ্ড, সুস্থবোধ ও প্রত্যয়;
নষ্ট হয়ে আসে ক্রমশ ত্বকের নক্সা-মাংশের কারুকার্য;
মুখের ক্যানভাসে থাকে শুধু বুড়ো বয়সের ভাষ্যঃ
হয়তো একদিন ঘড়ির কাঁটা অবসরে
নিয়ে যাবে জীবনেরে…
থেমে যাবে রক্তের কোলাহল
অলিন্দের অন্ধকারে…
/ড. মোঃ সফি উদ্দীন
থেমে যাবে রক্তের কোলাহল
অলিন্দের অন্ধকারে…
মহাসত্য এই জীবনের পরিণতি। ভালো থাকবেন মি. সফি উদ্দীন।
অনেক শুভেচ্ছা কবি মোঃ সফি উদ্দীন।
চমৎকার কবি সফি উদ্দীন ভাই।
জীবনের জন্য পঙ্ক্তিমালা'র ধারাবাহিকটি পাঠক প্রিয় হোক।
সুন্দর।