জীবনের জন্য পঙ্ক্তিমালা – ছয়

|আর কোনদিন ফিরে আসিবে না সে|

আর কোনদিন ফিরে আসিবে না সে
এই বুড়ী বংশীর তীরে,
ভরিবে না ধূসর কলস তাঁহার রূপোলী জলে।

আর কোনদিন সাঁতার কাটিবে না সে হায়
হংসমিথুনদের সাথে,
অপরূপা মীনকন্যাদের সাথে সে যে
হারায়ে গিয়েছে জলের অন্ধকারে।

ধূলো-বালি-কাঁদা মাখা বাংলার মেঠো পথে
আর কোনদিন হাঁটিবে না সে,
বাজিবে না ঘুঙুর তাঁহার করুন শঙ্খের মতো সুরে।

কলমির দামে কচুরিপানার ভীড়ে
আর কোনদিন নামিবে না সে,
আর কোনদিন বাজিবে না হাতের কঙ্কন তাঁহার
জলাঙ্গীর বিরোচিত প্রাণে।

পেঁচার ডানায় অন্ধকার নেমে এলে
নরম নক্ষত্রের আলোয়
খুঁজে তাঁরে ক্লান্ত চিলের সোনালী চোখ।

/ড. মোঃ সফি উদ্দীন

6 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – ছয়

  1. সিরিজ কবিতার এই পর্বটি অনেক বেশী পূর্ণ মনে হলো কবি মি. সফি উদ্দীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অসাধারণ। কাব্যশৈলীতে মুগ্ধ হলাম কবিবর।

    শ্রদ্ধা জানাই। সাথে থাকুন। পাশে রাখুন।

    জয়গুরু!

  3. বাজিবে না ঘুঙুর তাঁহার করুন শঙ্খের মতো সুরে। বিরহের সুরে আবিষ্ট হলাম প্রিয় কবি দা। 

  4. নিঃসন্দেহে দারুণ একটি কবিতা কবি সফি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।