একটু ঘৃণা একটু ভালোবাসা।
একটু কাছে একটু দূর,
এভাবেই চলছি আমরা বহুদূর।
একটু রাগ একটু অনুরাগ,
এভাবেই করছি জীবনের গুণভাগ।
একটু হাসি একটু বিষাদ,
এর মাঝেই সদ্য কিন্নরনিনাদ।
একটু ঘৃণা একটু ভালোবাসা,
এর মাঝেই নিত্য কাঁদা-হাসা।
/ড. মোঃ সফি উদ্দীন
একটু ঘৃণা একটু ভালোবাসা।
একটু কাছে একটু দূর,
এভাবেই চলছি আমরা বহুদূর।
একটু রাগ একটু অনুরাগ,
এভাবেই করছি জীবনের গুণভাগ।
একটু হাসি একটু বিষাদ,
এর মাঝেই সদ্য কিন্নরনিনাদ।
একটু ঘৃণা একটু ভালোবাসা,
এর মাঝেই নিত্য কাঁদা-হাসা।
/ড. মোঃ সফি উদ্দীন
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা প্রিয় কবি ড. মোঃ সফি উদ্দীন। শুভ সকাল।
Thanks. Ramadan Mubarak.
পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আপনাকেও স্যার।
ভালোবাসাই ভালোবাসা হয়ে থাক কবি সফি ভাই।
সুন্দর কবিতা।
অসেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
ভালোবাসটুকুই চাই কবি।