জীবনের জন্য পঙ্ক্তিমালা – সতেরো

|তবু কবিতার ভাষায় বলতে চাই|

আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার চোখে ডুবে যায় যেন
এটম বোম আর হিরোশিমা-নাগাসাকির ক্ষত।
আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার চুলের বিদিশার নিশায় হারায় যেন
এ জগতের কালো অন্ধকার যত।
আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার দেহের সবুজ উপত্যকায়
তামসিক সন্ত্রাসীরা যেন
করজোড়ে নতজানু দাঁড়িয়ে যায়
নিঃশর্ত ক্ষমা প্রার্থনায়।
আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার পদপদ্ম তলে গুলশান ট্র্যাজেডি
মিশে যেন যায় শতাব্দীর নীরবতায়।

/ ড. মোঃ সফি উদ্দীন

9 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – সতেরো

  1. বাহ দারুণ লেখেছেন কবি দা

    অনেক শুভেচ্ছা নিবেন———-

  2. এক্সিলেন্ট মি. ড. মোঃ সফি উদ্দীন। :)

  3. আমরাও কবিতার ভাষায় কথা বলতে চাই কবি। কেননা কবিতা ভালোবাসি। 

  4. কবিতাটি পড়লাম কবি সফি উদ্দীন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. অশেষ শুভকামনা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।