জীবনের জন্য পঙ্ক্তিমালা – তেইশ

।।মৃত অনুভব।।

খরস্রোতা নদী হারায়ে গেলে
ধূ-ধূ পড়ে থাকে শুধু বালুচর;
মাটির সমস্ত রস আবাদ করে
ফসলে ভরে উঠে কৃষকের ঘর।
হেমন্তে তাহাদের ঘরে ঘরে
এখন নবান্নের উৎসব,
পিছনে ঊষর মাটির অন্তরে
কেবল মৃত অনুভব।

2 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – তেইশ

  1. কবিতাটি পড়লাম কবি। অভিনন্দন জানবেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।