।।মৃত অনুভব।।
খরস্রোতা নদী হারায়ে গেলে
ধূ-ধূ পড়ে থাকে শুধু বালুচর;
মাটির সমস্ত রস আবাদ করে
ফসলে ভরে উঠে কৃষকের ঘর।
হেমন্তে তাহাদের ঘরে ঘরে
এখন নবান্নের উৎসব,
পিছনে ঊষর মাটির অন্তরে
কেবল মৃত অনুভব।
।।মৃত অনুভব।।
খরস্রোতা নদী হারায়ে গেলে
ধূ-ধূ পড়ে থাকে শুধু বালুচর;
মাটির সমস্ত রস আবাদ করে
ফসলে ভরে উঠে কৃষকের ঘর।
হেমন্তে তাহাদের ঘরে ঘরে
এখন নবান্নের উৎসব,
পিছনে ঊষর মাটির অন্তরে
কেবল মৃত অনুভব।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতাটি পড়লাম কবি। অভিনন্দন জানবেন। ধন্যবাদ।
ভালো লাগলো