পদ্মার বুকে আমি পদ্মা সেতু
ডুবায়েছি দুষ্ট জনের দুষ্ট হেতু;
বাঁধিয়াছি দুই পাড় এক সূত্রে
সতেরো কোটি বাঙালীর স্বপ্নীল নেত্রে।
করিয়াছি জয় অনন্ত উন্মত্ত জলরাশি
নাশিয়া সকল অসুর কনক্রিট পিলারে;
সুখে-দুখে বাঁচিয়া থাকিব শত বছর
অজস্র জনেরে বাঁচাইয়া দুই কিনারে।
তোমাদের প্রজ্ঞা গ্রন্থিত আমার শরীরে
চলো রাখি দেশটাকেই বুকের গভীরে;
তোমাদের প্রত্যয় আমার রন্ধ্রে রন্ধ্রে,
চলো পথ চলি মৃত্যঞ্জয়ী জীবনমন্ত্রে।
চলো রাখি দেশটাকেই বুকের গভীরে;
তোমাদের প্রত্যয় আমার রন্ধ্রে রন্ধ্রে,
চলো পথ চলি মৃত্যঞ্জয়ী জীবনমন্ত্রে।
চমৎকার অনুভবে দারুণ একটা লেখা পড়লাম প্রিয় অসাধারণ ভাবনা আর হৃদয় ছোঁয়া অনুভূতির নান্দনিক উপস্থাপন করলেন। মুগ্ধ আমি পাঠক।