ঘুমায়ে পড়ি যদি কোন দিন

ঘুমায়ে পড়ি যদি কোন দিন
আর জাগবো না জেনে,
সেদিন তোমাদের সাথে
বহিবে কী এই বুড়ি বংশী
অপরূপা মীনকণ্যাদের ল’য়ে!
ভাসিবে কী কচুরি ফুল-
কাটিবে কী সাঁতার দুরন্ত শুশুক
তাহার রূপোলি জলে!

এ জীবন শুকায়ে গেলে কোন দিন,
পূর্ণিমার চাঁদ দিবে কী ডাক
এই বংশীর জলে বাঘা পুঁটিদের প্রাণে!
তাহাদের দেহ মধ্যরাতে
ভাসিবে কী অমরাবতীর জোস্নায়!
জাগিবে কী নতুন প্রাণ
চুপিসারে জলের সোঁদা গন্ধে
কোন একদিন…এ জীবন ফুরায়ে গেলে!

4 thoughts on “ঘুমায়ে পড়ি যদি কোন দিন

  1. সবাইকেই একদিন ঘুমিয়ে পড়তে হবে। হয়তো কেউ আগে আর কেউ পরে। 

    সুন্দর কবিতা! কবির জন্য শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।