যতদূরে যাই

যতদূরে যাই মেঠো পথ ধরে
তুমি থাকো জোনাকির আলো হয়ে,
হারাবার কোন ভয় নেই ওরে
তোমার কাছে আঁধার যায় ক্ষয়ে।

যতদূরে যাই খরস্রোতা নদীর সাথে
তুমি থাকো শুশকের মত চারপাশে,
ডুববো না কখনো ডেউয়ের সংঘাতে
ভেসে থাকি তোমার দেহের উদ্ভাসে।

যতদূরে যাই পাখিদের ডানায় উড়ে
অলিন্দের রক্তস্রোতে তুমি আছো দুর্জয়,
তোমারে পাবো কোন সোনালি ভোরে
হৃদয়ে জাগিবে যখন প্রেম জ্যোতির্ময়।

2 thoughts on “যতদূরে যাই

  1. অলিন্দের রক্তস্রোতে তুমি আছো দুর্জয়,
    তোমারে পাবো কোন সোনালি ভোরে
    হৃদয়ে জাগিবে যখন প্রেম জ্যোতির্ময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।