ঘুম আসে না

ঘুম আসে না

রাতভর করি তোমার ভাবনা,
ঘুম সে তো আমার চোখে আসেনা।
চোখ বুজলে তোমায় দেখি
চোখ খুলে তোমায় খুঁজি,
কিন্তু পাইনা খুজে তোমায়
কোথায় যেন হারিয়ে যাও তুমি।
কি যে মায়া করেছ তুমি জানিনা,
চোখে তুমি আসো ঘুম আসেনা।
এই নিঃশব্দ নিঃসঙ্গ রাতে,
ঘুম আমার হারিয়ে গেছে তোমাতে।
ঘুম আসে না-
তোমার স্মৃতিরা এসে ভিড় করে চোখে
ঘুমোতে পারিনা আমি
তোমাকে হারিয়ে ফেলার ভয়ে।
ঘুম আসে না-
তুমি এসে আমার চোখের সামনে বসে হাসো
তোমার হাসির শব্দে ঘুমাতে পারিনা আমি,
ঘুমাতে দেয় না আমায়
তোমার ওই মায়াবী হাসি।
ঘুম আসে না-
বালিশে শুয়ে এপাশ-ওপাশ করতে করতে,
কখন যে সকাল হয়ে যায় টেরই পাই না আমি।
ঘুম আসে না-
রাতজুড়ে শুধু তোমার কথাই ভাবি।

5 thoughts on “ঘুম আসে না

  1. দুঃশ্চিন্তা মাথায় রেখে ঘুম আসার কথা নয় কবি। ভালো থাকুন এই সদিচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. তুমি এসে আমার চোখের সামনে বসে হাসো
    তোমার হাসির শব্দে ঘুমাতে পারিনা আমি,
    ঘুমাতে দেয় না আমায়
    তোমার ওই মায়াবী হাসি।

    শুভেচ্ছা কবি নীলাভ্র ভাই। :)

  3. শুভেচ্ছা রইলো কবি ভাই। আপনি কি আপনার পোস্ট ছাড়া অন্য কারো পোস্টে যান না?

মন্তব্য প্রধান বন্ধ আছে।