স্বপ্ন দেখা
জীবন নিয়ে মনের বাসনা
নানান বিচিত্রতা,
এভাবেই তো শুরু হয়েছিল
আমার স্বপ্ন বোনা।
মনের মাঝে আঁকতে থাকি
কতইনা অসম্ভব,
স্বপ্ন নিয়েই বেঁচে থাকে মোর
মনোঃ অনুভব।
স্বপ্ন দেখি দিবা নিশিতে
কিংবা ঘুমের ঘোরে,
মনটাযে মোর সর্বদা বিচরিত
স্বপ্ন দেখার তরে।
আমি কবি নই তবুও ভাবি
হবো কোনো একদিন,
এ যেন মোর পাওনার দাবি
স্বপ্নেরই তা ঋণ।
আজও কত ভাবি হতে পারি যদি
কারো স্বপ্নের মুখ,
এ জীবন মোর হতো সার্থক
থাকতোনা কোনো দুখ।
স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখি
দেখবো আরও কত,
স্বপ্ন দেখি জীবনটা যদি
হতো স্বপ্নেরই মত!!
মাঝে কিছু বিরতির পর আবার আপনার লিখার সন্ধান পাওয়া গেলো। তাও ভালো থেমে যান নাই। ধন্যবাদ এবং শুভেচ্ছা মি. রবিউল ইসলাম। শুভ সকাল।
ব্যস্ততায় ওভাবে সময় হয়নি।নিয়মিত লিখা হবে কিনা জানিনা তবে একদম থেমে যাবোনা এটুকু বলতে পারি
অনেক ভাল হয়েছে কবি দা। সুন্দর আর সাবলীল। এতোদিন কোথায় ছিলেন ?
প্রশংসার জন্য ধন্যবাদ। আর বিরতির কারণ ব্যস্ততা।নিয়মিত না পারলেও মাঝে মাঝে আসা হবে
* সুন্দর…
ধন্যবাদ
চমৎকার হয়েছে কবি
ধন্যবাদ