কবি কথা

কবি কথা
যে কবি অল্পতেই তুষ্ট বলে নিজেকে প্রচার করে, বাহ্বা নেয়। সেই কবি কখনোই কোনোদিনও কবি নয়। কবি ছিলো না। কারণ প্রকৃত কবিরা কখনোই অল্পতে তুষ্ট হতে পারে না। নিজের পাশাপাশি বলার জন্য। অন্যের প্রাপ্য অধিকার নিশ্চিৎ করবেই করবে।

4 thoughts on “কবি কথা

  1. কবি নিয়ে যত কথা সব বলে ফেলুক এক এক করে। শুভ কামনা রইল।

  2. প্রকৃত কবিরা কখনোই অল্পতে তুষ্ট হতে পারে না। নিজের পাশাপাশি বলার জন্য। অন্যের প্রাপ্য অধিকার নিশ্চিৎ করবেই করবে।- সহমত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।