পঙ্গু

দেশ ছেয়েছে উগাণ্ডার সব
ছোটবড় জ্ঞানপ্রতিবন্ধী;
রাজনীতিতে (!) পাবনার পাগল!
রাজনীতির করে সন্ধি।

সুবুদ্ধির সব সুশোভিত মন
লজ্জায় লজ্জায়
আড়ালে লুকায় চোখ
ভালো মানুষরা ভাষাহীন হয়ে
নিশ্চুপ রত মুখ।

রাজনীতিতে ছুটছে এখন
অসততার ঘোড়া
ভালো মানুষ যতো
আড়ালে লুকানো মুখ;
খারাপ মানুষের কর্মে যতো
কামানের গোলা ছোড়া।

যেখানে চোখ যায়
অসৎ লোকেতে ভরা
রাজনীতিতে চলছে এখন
ভালো মানুষের খরা।

জ্ঞান প্রতিবন্ধী রাজনীতিগড়া
বাচাল শত লোকজন
দেশের সেবায় সাধারণ মানুষ
দেখে হয়ে যায় বোবা;

এপ্রিল ২৪,২০১৮ রাত,১১:৪০মি.

6 thoughts on “পঙ্গু

  1. এই ই আমাদের সমাজ চরিত্রের বাস্তবতা। দেখতে দেখতে প্রতিবাদের ভাষাও পুরোনো হয়ে গিয়েছে। দেশের অতি সাধারণ এক হিস্যা হওয়া সত্ত্বেও বধির হয়ে আছি। :(

    1. ধন্যবাদ ভাইয়া। আট লাইন পোষ্ট করতে গিয়ে পুরো লিখাটি পোষ্ট হয়েছে।

      কিছু অসঙ্গতি ছিলো তারপরও আর কারেকশন করলাম না। 

  2. সমাজের এই অসামঞ্জস্যতা আসলেই আমাদের সবাইকে পঙ্গু করে দিচ্ছে। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। কেমন ছিলেন দাদা?

     

    1. ধন্যবাদ আপা। ভালো আছি। আশা করছি আপনিও ভাল আছেন। লিলিখাতেও কিছু অসামঞ্জস্যপূর্ণ লাইন বিদ্যমান আছে আসলে সম্পূর্ণ লিখাটা পোষ্ট করা ইচ্ছাকৃত না। তারপর সমাজের অধপতনগুলোই তুলে ধরার চেষ্টা ছিলো। শুভকামনা আপনার জন্য আপা। 

  3. দেশ ছেয়েছে উগাণ্ডার সব
    ছোটবড় জ্ঞানপ্রতিবন্ধী;
    রাজনীতিতে (!) পাবনার পাগল!
    রাজনীতির করে সন্ধি।———চমৎকার লেখেছেন কবি 

    অনেক শুভ কামনা রইল-https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য ভালো থাকুন নিরন্তর 

মন্তব্য প্রধান বন্ধ আছে।