ঘটনাপঞ্জি

আমি খুশি হবো মৃত্যুর পরে
যদি জীবন থেকে থাকে
তেমনি আমি কষ্ট পাই মৃত্যুর পরে
সবকিছু অচল হয় দেখে!

আচ্ছা! মানুষের শরীরে কোনো
ইলেক্ট্রন স্থাপন করা আছে কী
সিমিলার কিংবা বিপরীত যা
বিকর্ষন অথবা আকর্ষন করে!

বৃহত্বর বিষ্ফরণের মধ্যদিয়ে
এই মহাবিশ্বের শুরুর অনন্যতা
বৃহত্বর সঙ্কোচনের মধ্যদিয়ে
মহাবিশ্বের ধ্বংসের অনন্যতা।

মানুষের মনের মহাকর্ষন শক্তি
এতটাই প্রখর যে সেখান থেকে
পৃথিবীর কোনো কিছুই বিলুপ্তি হয়না
নিথর হয়েও তা যেন সম্ভাবনাময়!

শক্তিমত্তার দিকদিয়েও অতি দূর্লভ
মানুষই বইতে পারে সর্বোচ্চ ভর!

তাই আমি খুবই খুশি হতাম
মানুষ যদি বুঝতে পারতো
কিছু প্রশ্নের না জানা ভবিষ্যত;
তবে আশাহত হতাম না।

আমার মধ্যে কিছু চুম্বকীয় বল
বারবার আপ্লুত করে বিবেককে
আমি তার ভিতরের পার্থক্য বুঝিনা
মনেহয় এসব কিছুই অদ্ভূতদর্শন।

সেইসব হ্রস্ব ব্যবধান দেখে দেখে
আজ আমি বড্ড ক্লান্ত
কিছু কিছু পরমানুর অস্তিত্ব পেয়ে
মনেহয় ভুলে বসছি আদীঅন্ত সব।

8 thoughts on “ঘটনাপঞ্জি

  1. আমি খুশি হবো মৃত্যুর পরে
    যদি জীবন থেকে থাকে
    তেমনি আমি কষ্ট পাই মৃত্যুর পরে
    সবকিছু অচল হয় দেখে!———-চমৎকার ভাবনা কবি অনেক শুভ কামনা রইলhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. মানুষের মনের মহাকর্ষন শক্তি
    এতটাই প্রখর যে সেখান থেকে
    পৃথিবীর কোনো কিছুই বিলুপ্তি হয়না
    নিথর হয়েও তা যেন সম্ভাবনাময়!

    – সুন্দর প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. লিখাটির অনুভব বিবেককে নাড়া দিয়ে গেলো। অসাধারন প্রকাশ প্রিয় কবি শামীম। নিয়ত শুভেচ্ছা রাখি। ভালো থেকো।

    1. ধন্যবাদ ভাইয়া।

      জীবনের প্রত্যেকটি অপরিহার্য বিষয়গুলো

      অনুধাবনের সুযোগ তৈরি আপনাআপনি হয়না।

      এটিকে খুঁজে পেতে সময় সুযোগ ও অপেক্ষা করতে হয়।

      তবেই না মানুষ সন্ধান করতে পারেন সত্যের মিথ্যার। 

  4. আপনার লেখা গুলো বেশ স্বতন্ত্র। শুভেচ্ছা জানুন কবি

    1. অশেষ কৃতজ্ঞতা রইলো। শুভকামনা জানাই আপনাকে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।