কখনোই জানবেনা কেউ

কখনোই জানবেনা কেউ

এই তপ্ত প্রহর উত্তপ্ত আঁধারের
আধিপত্য চিড়ে দাড়িয়ে আজ।
নিশীথ সমান এক মালিন্য জীবনের পথ।

কষ্টের বুনোহাঁস নষ্টের নিরন্তর মহড়ায়
হৃদয়ের আবদ্ধ অনুরণন কেউ কি শুনেছ?
অন্তরের আকুলতা অন্তবিহীন মনে
কখনো কি কেটেছে দাগ!

একইভাবে আমাদের এই ভ্রাম্যমাণ
জীবন চলে, বিস্তৃত বিচিত্র এই ছাদের নীচে
একই রকমের রাত আসে
আবার সেভাবেই কেটে যায়।

বিদগ্ধ হৃদয়ের আকুতি নিয়ে
জীবন নিরাশার গভীরে বড্ড নিরুপায়
বড্ড নিরুত্তর বড্ড নিরুত্তম,

কতোটা কষ্ট কতো যে আশা
নিরাশ্রয় পেয়ে নিরুত্তাপে হারিয়েছে
সে কী কেউ জানবে!
না, কখনোই জানবেনা কেউ।

5 thoughts on “কখনোই জানবেনা কেউ

  1. দুঃখ বা কষ্ট যা ই বলিনা কেনো, যা একান্ত নিজস্ব ঘরানার, অন্যের সাথে শেয়ারের সুযোগ সেখানে কম। একরাশ শুভ কামনা প্রিয় কবি শামীম বখতিয়ার। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দূর্দান্ত একটি ইনডিভিজুয়াল ভাবনার কবিতা কবি শামীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. গতানুগতিক আমি তুমি সে’র কিছুটা বাইরের লিখা। শুভকামনা শামীম ভাই।

  4. উত্তপ্ত আঁধারের দ্বারে আধিপত্য চিড়ে দাড়িয়ে যেন থমকে আছে আমাদের সময়।

  5. শুভেচ্ছা কবি শামীম ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।