চাঁদ কি জেনেছে প্রিয়া

চাঁদ কি জেনেছে প্রিয়া

চাঁদকি জেনেছে প্রিয়া তুমি কত সুন্দর?
সুবোধ চোখে যে, মাখামাখি সুবোধচন্দ্রের হাসি
সে হাসি চাঁদের চেয়ে বেশি ভালোবাসি।

কপালে যে, টিপ তোমার
তাঁর চেয়ে সুন্দর তুমি
চোখ যেনো কথা বলে হাজারো চাঁদের।

ওই দুটি আঁখি, আমি মাখামাখি
চাঁদের হাটে যেনো হাসি আঁকাআঁকি।
ছেড়ে রাখা চুল প্রিয়, আমি যেনো ভুল
হৃদয়ে কি বাদ্য বেজে করে ডাকাডাকি।

গলায় কি মালা পড়ে ঝুলন্ত কানের দুল
সেখানে আমি যেনো হতে চাই ফুল।
প্রিয়া পোশাকে আবৃত শরীর তোমার
আমায় হতে ইচ্ছে করে পোশাক তোমার।

চোখ দুটো ঢেকে রাখো তুমি
ওভাবে দেখনা প্রিয়া আর
অচেতন হয় আমার মন
কিছু নেই বাকি প্রিয়তমা সবই যে তোমাকেই দেয়া।

ভালোবাসি ভালোবাসা, চোখে নেই দুরাশা
মনে নেই তাপ অনুতাপ, তাপস নয়নে শুধু তোমায় চিরকাল ওই দুটি আঁখি চিরদিন আমার করে রাখি।
মহাকালের ওই দুটি আঁখি চিরদিন আমার করে রাখি।

__________
জুন-১৩, ২০১৯

16 thoughts on “চাঁদ কি জেনেছে প্রিয়া

  1. তাপস নয়নে শুধু তোমায় চিরকাল ওই দুটি আঁখি চিরদিন আমার করে রাখি।
    মহাকালের ওই দুটি আঁখি চিরদিন আমার করে রাখি। … অভিনন্দন শামীম বখতিয়ার। :)

    1. ভাইয়া ❤❤❤❤

      আমি বুঝতেই পারিনি আপনি পোস্ট করবেন ☺☺☺ আমি ব্যস্ততার জন্য পোস্ট করতে গিয়ে বিজি হয়েছি তারপর কয়েকদিন গত হয়। যাক ভালো লাগলো। আপনার প্রতি সবসময় ভালোবাসা ভাইয়া

  2. সুন্দর একটি কবিতা। শুভেচ্ছা শামীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ভালো লাগার জন্য কৃতজ্ঞ সুমন ভাই

  3. ভালোবাসা প্রিয় শামীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. শুভেচ্ছা কবি শামীম বখতিয়ার।

    1. কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভাইয়া

মন্তব্য প্রধান বন্ধ আছে।