মানব জীবন ও তাঁর ইতিবৃত্ত

এপ্রিল ১৯,২০১৯
প্রত্যেকটি খারাপ সময়ের পর ভালো সময় আসে; দিন বদলায় রাত বদলায় চাঁদের আলো যেভাবে নিভে যায় নিভৃতে তাঁর প্রজ্জ্বলন ও হয়।

প্রত্যেকটি খারাপ দিনের পর ভালো দিন আসে; আমাদের ধৈর্য আর সহ্যের শক্তিকেন্দ্র খুবই দুর্বল হলেও একদিন তা ঠিক পরিপূর্ণ হয়।

মনের ঠিকানা বদল করে যে মানুষ নতুন ঠিকানা গড়ে সেও একদিন তাঁর শেষ গন্তব্যে পৌঁছে;

প্রত্যেকটি ভালো কর্মের পেছনে যেমন মহৎ উদ্দেশ্য থাকে তেমনি প্রত্যেকটি খারাপ কর্মের পেছনে অজস্র অসৎ উদ্দেশ্যে বিদ্যমান।

যে যেভাবে তাঁর জীবন গড়বে সে সেভাবেই তাঁর জীবনযাপন করবে। কর্ম হলো এক‌টি পাত্রের দুটো ফল যে ভালো কর্ম করবে তাঁর জন্য সেইরকম সুযোগ্য ফল অপেক্ষমান।

যে খারাপ কর্মের অংশীদার হবে সে তাঁর প্রাপ্য ফল ঠিকই পাবে। দুনিয়া মজলুমদের জন্য নরক আর নির্দয়দের জন্য স্বর্গ।

প্রত্যেকে তাঁর প্রাপ্য ফল এখানেই ভোগ করবে কর্মের ফল কারও জন্য সুখের আবার কারও জন্য দুঃখের।

জীবন অতীব দুর্লভ জীবন নেয়া যায় কিন্তু একটি শরীর থেকে জীবন যখন নির্গমন করে তা আর কখনও ফেরানো যায়না।

জীবন নেয়ার জন্য হাজারো মানুষ পাবেন কিন্তু দেয়ার জন্য একটিমাত্র মানুষ পাবেন না। তাই প্রত্যেকটি জীবনকে ভালোবাসুন প্রত্যেকটি জীবনকে শ্রদ্ধাবোধ দেখান।

এই জীবন এখানেই প্রাপ্ত দ্বিতীয় কোনো জীবন যেখানে আসেনা সেখানে এই জীবনেই মুক্তি ঘটান নিজের। অন্ধকারে বস্তুর সংঘর্ষেই আলো জ্বলে।

প্রকৃতির উদার উদাহরণকে নির্জনে খুঁজুন দেখবেন হৃদয়ের সব অন্ধকার দূর হয়ে গেছে। কোনো জীবকে আঘাত করে ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করা যায়না বরং ধ্বংসের দিকে যায়।

দ্বিমুখীতা নয় দ্বিখণ্ডিত আত্মা কখনও যদি বল প্রয়োগ করে তাহলে তাঁর চারপাশে তছনছ হয়ে যায়। হৃদয়ের মন্দিরে যে অন্ধকার তাঁর আবরণ ঘটানোই হলো মানব জীবনের প্রকৃত লক্ষ্য।

10 thoughts on “মানব জীবন ও তাঁর ইতিবৃত্ত

  1. ব্লগে আজ দেখলাম অনেকেই পোস্ট দিয়েছেন অথচ কেউ কারু পোস্ট পড়েছেন বলে মনে হলো না। কেননা পাঠক মন্তব্য নাই। যাই হোক আপনার লেখায় শুভকামনা প্রিয় কবি দা।

    1. ধন্যবাদ ম্যাম। আমিও সেটাই ভেবেছিলাম। আপনার প্রতি রইলো অশেষ শুভকামনা 

  2. জীবন অতীব দুর্লভ জীবন নেয়া যায় কিন্তু একটি শরীর থেকে জীবন যখন নির্গমন করে তা আর কখনও ফেরানো যায়না।

    অসাধারণ সব জীবনের বাণী এক সাথে বিধৌত হয়েছে এখানে। অভিনন্দন শামীম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ ও শ্রদ্ধাবোধ ভাইয়া। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি

  3. শুভেচ্ছা বখতিয়ার শামীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা সুমন ভাই

      ভালো থাকুন সবসময় 

  4. কথা গুলোনকে আন্তরিকতার সাথে গ্রহণ করলাম শামীম ভাই।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ ও শুভকামনা প্রিয় সৌমিত্র দা।  ভালো থাকুন সবসময় 

মন্তব্য প্রধান বন্ধ আছে।