আমি কারো নই

আমি একদিন কারো বৃষ্টি হবো
কারো চোখের জল হবো,
কারো সুখ হবো,
আবার কারো জন্য দুঃখ হয়ে যাব।

আমি একদিন একা হবো,
আমি হবো আমার চোখের জল,
আমি একদিন আমার কান্না হবো
আমি একাই হব আমার সুখ।

আমি একদিন হারিয়ে যাবো
ঘর থেকে, কোন এক মনের চিলেকোঠা থেকে…
আর স্মৃতি থেকে কারো।
কারো সুখের জীবন থেকে
কারো স্বপ্ন থেকে আশা ভরসা থেকে
আর কারো ভালোবাসা থেকে।

আমি একদিন কারো কিছুই হব না, রইবো না।
আমাকে ভুলে যাবে সবাই
কারো স্মৃতি বাহিত জীবন থেকে
সবাই ওয়াদা করে ভাঙ্গার জন্য।
সবাই বিশ্বাস করে অবিশ্বাসের জন্য।

আসলে সবাই আপন হওয়ার অভিনয়
করে পর হওয়ার জন্য।
পৃথিবীতে কেউ কারো আপন নয়,
কেউ কারো সুখ নয়,
কেউ কারো স্বপ্ন নয়,
কারো বিশ্বাস নয়,
কেউ কারো আশা নয়, ভরসা নয়,
ভালোবাসা নয়।
পৃথিবীতে মানুষ অভিনয়ের জন্যই এসেছে
সত্যের পরিপ্রেক্ষিতে অসত্যের জন্য এসেছে।

সত্যি বলছি,
আমি কারো অবিশ্বাস হতেই পারি
কিন্তু আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি
আমি সত্যের বিপরীতে নই।
সত্য থেকেই আমার জীবন যাত্রা শুরু এবং শেষ।

আমি কারো সুখ হবো না বলেই এড়িয়ে চলি।
আমি কারো দুঃখ হবো বলেই এড়িয়ে চলি,
আমি কারো কথা ভাবতে চাই না
বলেই দুই একটা মিথ্যা কথা বলি,

তবে আমি বলি বিশ্বাস হারানোর জন্য নয়
আমাকে কেউ দূরে রাখুক
কেউ আমার থেকে দূরে সরে যাক
কারণ, কাছে আসার জন্য মনের
সাথে মেলবন্ধনটা অতীব জরুরি।

প্রয়োজনে আমি তার কিছুই হবোনা,
প্রয়োজনে আমি তার মিথ্যা হবো
প্রয়োজনে আমি তার কেউ হবো না।
আসলে মানুষের জীবনে যা জরুরী তা হচ্ছে একটি প্রকৃত মন।

আমার কেউ সব হতে পারেন, আমি কারো সব হতে পারিনি বলেই
এই অভিঘাত, এই সংশয় এই দুস্তরপারাবার।

16 thoughts on “আমি কারো নই

  1. আমার কাছে কবিতাটি ভালো লেগেছে কবি শামীম বখতিয়ার। শুভেচ্ছা। :)

    1.  কবিতাটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়াI  অনেক অনেক শুভেচ্ছা রইল শুভকামনা রইল আপনার জন্য

  2. আমি একদিন একা হবো,
    আমি হবো আমার চোখের জল,
    আমি একদিন আমার কান্না হবো
    আমি একাই হব আমার সুখ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আমার কেউ সব হতে পারেন, আমি কারো সব হতে পারিনি বলেই
    এই অভিঘাত, এই সংশয় এই দুস্তরপারাবার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1.  ধন্যবাদ আপু আমার মনে হয় এখানে জীবনের বাস্তবতা পরিলক্ষিত হয়েছে

  4. আমরা কেউ কারো নই কবি শামীম বখতিয়ার ভাই। আবার সবাই আমরা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1.  অশেষ ধন্যবাদ সুমন ভাই জীবনের পথ এরকমই বিস্তর আমি সেটাই মনে করি

    1.  অনেক অনেক ধন্যবাদ ভাইয়াI  ভাল থাকুন সব সময় ভালোবাসার সহ

    1.  হ্যাঁ আপু জীবনের সিনারিও গুলো অত্যন্ত সহজ-সরল হলেও বাস্তবতা খুব কঠিনI  এখানে প্রকৃত মন পাওয়ার মানে' খারাপ 'জীবনের সব কিছুকে বিসর্জন দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াI  আমি মনে করি প্রকৃত মনোভাবই পারে জীবনের লক্ষ্যগুলো  পূরণ করতে সেটাই যেন সবসময় হয়

  5. কবিতাটি পড়লাম। এক কাজ করুন ভাই, আপনি লেখা প্রকাশ করার পর উত্তর দিতে না চাইলে কমেন্ট বন্ধ রাখার অপশন আছে, অনুগ্রহ করে বন্ধ করে দেবেন আগামিতে। :)

    1.  ধন্যবাদ আপু সুন্দর উপদেশ দিয়েছেন আসলে আমি ব্যস্ততার মধ্যেও দুই একটা লেখা লিখি যা কখনো কখনো প্রকাশ করিI খুব সীমিত সময় নিয়ে ব্লগে ঢুকে কিন্তু ঢোকার পরে বেরিয়ে আসলে আর ঢোকার  সুযোগ হয় নাI  এমন মন্তব্য অনেকেই করেছে তারপরেও কেন যেন ভালোবাসার টানে এই ব্লগে ঢুকি এই ব্লগ তার জন্মলগ্ন থেকেই আছি আমরা প্রথম আলো ব্লগ এ একই সঙ্গে ছিলাম সে অনেক আগের কথাI  আরো অনেক কয়েকটা ব্লগে লিখতাম কিন্তু সেই সময়টা ছিল বেশ দীর্ঘ সেদিনের সেই সময় এখন আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়I  আসলে সময় বড়ই জটিল একটা জিনিস যখন একবার হাতছাড়া হয় তখন বারবার পস্তাতে হয়I  আমি সেই সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত করছি যা জীবন চলতে প্রয়োজন তার চেয়ে বেশিI  শুভকামনা আপনার জন্য ভাল থাকুন সব সময় ভালোবাসা সহ

  6. আমি একদিন একা হবো,
    আমি হবো আমার চোখের জল,
    আমি একদিন আমার কান্না হবো
    আমি একাই হব আমার সুখ।

     

    একমত পোষণ করছি। এইতো জীবন আমার!    

    1.  ধন্যবাদ দাদা আমি সত্যিই একদিন একা হবোI শুভ হোক সবকিছু শুভকামনা রইল আপনার জন্য

মন্তব্য প্রধান বন্ধ আছে।