আপনি আপনার অর্থনৈতিক যোগ্যতা দিয়ে পৃথিবীর সবচে সুন্দরী নারীটাকে কাছে পেতে পারেন, বিলাসবহুল জীবন নিজেকে বা পরিবারকে উপহার দিতে পারবেন, পৃথিবীর সবকটি দেশ ভ্রমণ করতে পারবেন, সকলধরনের চাহিদা পূরণ করতে পারবেন, অনেক মূল্যবান কিছু ক্রয় করতে পারবেন কিন্তু আপনি সেই অর্থ দিয়ে ভালোবাসা ক্রয় করতে পারবেন না। সুখ ক্রয় করতে পারবেন না। পৃথিবীতে এই অর্থ যদি সব দিতে পারতো তাহলে পৃথিবীতে এত ধনাঢ্য ব্যক্তির ভিতরেও আত্মহত্যার প্রবণতা দেখা যেতো না, হতাশা দুঃখ কষ্ট আর অবাধ্য যন্ত্রণা পিষ্ট করতে পারতো না এত ধনাঢ্য জীবন উপহার পেয়েও দুখি হতোনাI
5 thoughts on “পাওয়া না পাওয়া”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ, মন ছুঁয়ে গেল লেখা।
অশেষ ধন্যবাদ আপনাকে
অর্থ দিয়ে ভালোবাসা নামের অ-ভালোবাসা ক্রয় সম্ভব; কিন্তু সুখ ক্রয় সম্ভব নয়।
অবশ্যই ভাইয়া। ধন্যবাদ আপনাকে
অর্থ দিয়ে ভালোবাসা পাওয়া যায়না, সুখ পাওয়া যায়না এটা সম্পূর্ণ সত্য নয়। কেতাবি কথা আর বাস্তবের মধ্যে অনেক ফারাক। বাস্তব খুব কঠিন। কথায় আছে, দরজা দিয়ে অভাব আসলে জানালা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। সবার ক্ষেত্রে হয়তো সত্য নয়। কিন্তু অর্থ ভালোবাসা এবং সুখ পাওয়াকে অনেক সহজ করে দেয়।