দেওয়ালের অপরপ্রান্তে খোলা মাঠ

f440801

আপনার মনোযোগকে অন্যের প্রভাব বলয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে হবে, তবে সেই মনোযোগের সংশ্লিষ্ট বলয় কতটা পরিশুদ্ধ তা অবশ্যই আপনার জানাও বোঝার প্রয়োজন রয়েছে।
আপনার পরিশুদ্ধ বলয় যদি পরিণত হয় তবে অবশ্যই আপনার উচিত হবে নিজের মনোযোগের দিকে সম্পূর্ণরূপে খেয়াল রাখা তখন নিজের মস্তিষ্কপ্রসূত ভাবনার দ্বারা অন্যের প্রভাব বলয়কে রহিত করে বুঝিয়ে দিন অন্যের সংশ্লিষ্ট বলয় কতটা গুরুত্বহীন।

আপনার গভীর চিন্তার উৎকর্ষ যখন আগামীর বিশ্বস্ত সমর্থন ক্রমাগত নেতিবাচকভাবে দিগ উন্মোচন করবে তখন আপনার চারপাশের মানুষ আপনার প্রভাবে আস্থা রাখবে। অন্যের দুর্বলতাগুলোকে ভুল বলে বিবেচিত করবেন না, অন্যের দুর্বলতাগুলোকে যদি আপনি সমালোচনা দৃষ্টিতে তাকান তবে বলব আপনিও সুযোগসন্ধানী। অন্যের দুর্বলতাগুলোকে অবশ্যই সহানুভূতি দৃষ্টিতে তাকাতে হবে আপনি যখন অন্যের দুর্বলতাকে ভুল বলে প্রমাণ করার চেষ্টা করবেন তখন আপনিও সেই ভুলেই জর্জরিত।

প্রত্যেক মানুষের দুর্বলতাকে সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যান এটা প্রত্যেকটা ক্ষেত্রে অনুশীলন করুন তবে অন্যের দুর্বলতা নিয়ে কখনো মুখ খুলবেন না নিজের দুর্বলতাকেও নয়।
মানুষের দুর্বলতাকে বুঝিয়ে দেয়ার অনেক ক্ষেত্র থাকে অনেক সুযোগ থাকে গল্পের ছলে নানাভাবে আপনি যখন অন্যের দুর্বলতাগুলোকে নিয়ে আলোচনা করবেন তখন সে নিজের ভেতরের দুর্বলতাগুলোকে ফাইন্ড আউট করতে পারবে। এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আপনি তাকে কিভাবে সুযোগ্য করে গড়ে তুলবেন আপনি কিভাবে তাকে সমাদর করছেন মূল্যায়ন করছেন
নিজের ভাষার দৃষ্টান্তকে অবশ্যই নেতিবাচকভাবে জাহির না করে ইতিবাচকভাবে প্রভাবিত করুন নিজের ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ হন নিজের ব্যাপারে প্রো-অ্যাকটিভ মনোভাব প্রদর্শন করুন এবং তা অনুশীলন করা আপনার দায়িত্ব।

জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় নিয়ে আপনার ভাবা উচিত আপনার চিন্তা ভাবনাই পারে চারপাশের অনেক কিছুকে মূল্যায়ন করতে এবং শেষ পর্যন্ত বদলে দিতে। এখানে মানুষের গোপন সাফল্য লুকিয়ে থাকে এখানে মানুষের গোপন সন্তুষ্টি অন্ধকারের বুক চিরে বাইরে আনয়ন করে। এই সাফল্যের মূল চাবিকাঠি সাফল্যের ক্রমবর্ধমান ভারসাম্য যদি আপনি রক্ষা করতে পারেন তবে আপনার ভবিষ্যৎ অগ্রসর হবে এবং উত্তরোত্তর এগিয়ে যাবে সামনের দিকে আপনি অবশ্যই সক্ষমতা অর্জন করবেন।

মনের ভেতরের চূড়ান্ত চিন্তায় আপনাকে চারপাশের মানুষ থেকে আলাদা ভাবে পরিচিত করবে। নিজের ভেতরের প্রত্যেকটি পরিবর্তন সম্পর্কে সজাগ থাকুন আপনার যদি প্রতিনিয়তঃ ভাষার পরিবর্তন ঘটে তবে তাকে নতুন করে জোড়া লাগান এবং শেষ পর্যন্ত সেটা নিয়ে চর্চা করুন এটা সর্বক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে শিক্ষা নিন নিজের ভেতরের মেধাস্বত্বা দিয়ে বর্তমানে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপনার এর সমাধান বের করতে হবে। নিজের ভাষার প্রতি নিয়ন্ত্রণ রাখুন এবং নিজের ভাষার নিজস্বতা সম্পর্কে অবগত হন সমস্যাটা কি অথবা কোথায় সেটি যদি বুঝতে সচেষ্ট হন তবে অবশ্যই আপনার উপযুক্ত করণীয়টাকে প্রাধান্য দিতে হবে।
Screenshot_20201230-181307
( এমনই কিছু লেখা নিয়ে এবারের একুশে বই মেলায় বের হতে যাচ্ছে মহাকালের ইন্দ্রজাল আশাকরছি বইটি পাঠকসমাজকে তার গুরুত্ব বুঝিয়ে দিতে পারবে এবং মূল্যায়ন করতে পারবেন)

আপনি যদি একই রকম প্রচলিত ধারার ভাষার মধ্যে অবস্থান করে থাকেন যা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আর সেখানে আপনিও দীর্ঘদিনের অধ্যাবসায় থেকে বাইরে এসে গতানুগতিকভাবে সেই বলয় রেখায় আবিষ্ট যা হঠাৎ চটে যাওয়া কালার এর মতই দেখায়। সেখানে আপনি নিজের মতাদর্শ সম্পর্কে যখন কোনো পরিবর্তন আনয়ন করবেন না তখন আপনার নৈতিক ভাষার কেন পরিবর্তন ঘটবে অন্যের ভাষার বলয় থেকে বেরিয়ে এসে নিজের ভাষার চর্চা করুন। আপনি যা প্রতিনিয়ত করে চলছেন তার প্রতি মনোযোগী হোন যখন নিজের ভাষা সম্পর্কে satisfied’ হবেন তখন অবশ্যই আপনার বিরক্তির পরিমাণ কমে যাবে।

এটাই হবে আপনার জন্য ইতিবাচক সমাধান তবে প্রত্যেকটা ব্যক্তির কর্মের সমাধান তার নিজের কাছে আপনি কোন বলয় কথা বলবেন কোন বলয় চলবেন কোন বলয় আবিষ্ট হবেন সেটা একমাত্র আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার এর উপরেই স্থির। আপনার সমাধান একমাত্র আপনার কাছেই সেটা অন্যকারো প্রতিশ্রুতিতে অবশ্যই সমাধান হবে না অন্য কেউ আপনার কথায় মনোযোগী হোক আর না হোক তবে আপনাকে আপনার কথায় মনোযোগী হতে হবে নিজের কথার মাধ্যমে অন্যের দৃষ্টিতে ফেরাতে হবে। অন্যকে যখন নিজের দৃষ্টির দিকে আনয়ন করতে হবে সেখানে কেউ যদি কোনো প্রতিক্রিয়া দেখায় সেটাকে এড়িয়ে যান এমন অসংখ্য প্রতিক্রিয়া আপনার চোখের সামনে দিয়ে আসবে কিন্তু তাকে মনস্তাত্ত্বিকভাবে এই ইগনোর করতে হবে।

এখানে আপনার ভাষাগত বৈশিষ্ট্যকে সামনে রেখে অন্যের চিন্তা বোধের সংশোধন করুন সমাধান দিন তাৎক্ষণিকভাবে তারা যাতে বুঝতে পারে আপনার ভাষার প্রভাব বলয় ঠিক আপনার মতই প্রতিশ্রুতি বদ্ধ।

তবে না আপনি নিজের মনোযোগী বিশ্বাসী হতে পারবেন। তবেই না আপনি আপনার নিজের সংশ্লিষ্ট বলয়ে আস্থা রাখতে পারবেন আর অন্যের প্রভাব বলয় থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবেন।
04817191
4-1-2021 রাত 1:20am

2 thoughts on “দেওয়ালের অপরপ্রান্তে খোলা মাঠ

  1. নিজের ভাষার দৃষ্টান্তকে অবশ্যই নেতিবাচকভাবে জাহির না করে ইতিবাচকভাবে প্রভাবিত করুন নিজের ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ হন নিজের ব্যাপারে প্রো-অ্যাকটিভ মনোভাব প্রদর্শন করুন এবং তা অনুশীলন করা আপনার দায়িত্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অসাধারণ পোস্ট! বুঝার আছে অনেককিছু। 

    শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।