প্রেম…

762395

কখনো কখনো
ভালোবাসা হেরে গিয়েও জিতে যায়;
প্রেমের মুগ্ধতা, নজরকাড়া-শুভ্রতা ছড়ায়।
নতুন বৃক্ষে গজানো কচি পাতার মতই
সজীব হয়ে ওঠে’

প্রেম যেন নদীর তীরবর্তী পথ ধরে
এগিয়ে চলে মহা পথের দিকে…
যেখানে চারপাশ ঘেসে পাহাড়ি উপত্যকা
আর নির্জন মেঠো পথ’ জল স্থল মারিয়ে
পেরিয়ে যায় অসীম এক জটিল পথে।

অবশেষে প্রেম জিতে যায়।
সকল দৈন্যতা’ সকল দুর্দশা, সকল কষ্ট,
সকল ক্লান্তি, সকল বিঘ্নতা অতিক্রম করে
প্রেম জিতে যায়; ভালোবাসা জয়ী হয়।

ভালোবাসা জিতে যায়।
প্রেম জয়ী হয়, জয়ী হয় দুজনের
কাছে আসার পথ সুগম করে।
ভালোবাসা জিতে যায় সাগরের
উত্তাল ঢেউয়ে ভাসতে ভাসতে জিতে যায়।

প্রেম জিতে যায়, নদী মহা নদীর স্রোতের
বিপরীত মুখে পাড়ি দিতে দিতে’
হাঁটাচলা করতে করতে…
এভাবেই প্রেম জিতে যায়
এভাবেই ভালোবাসা জয়ী হয়।

প্রেমই জিতে যায়।
প্রেমের শুভ্রতা ছড়িয়ে পড়ে দিগ্বিদিক
প্রেম যেন জগতের বিস্তৃত পাহাড়ের মতোই অসীম।
প্রেমের কাছে, ভালোবাসার কাছে, যেন
প্রস্তর যুগ, তাম্রযুগ, লোহিত যুগ, বরফ যুগ
যা কিছু রয়েছে যে কোন কিছুই বাধাহীন।

প্রেমের সজীবতা যেন
অনন্ত পৃথিবীর সকল
মরে যাওয়া প্রাণকে নতুন করে প্রাণ সঞ্চার করে।
আর একে যায় সুন্দর পৃথিবীতে নতুন এক পদচিহ্ন!
প্রেম যেন মরুভূমির রাত্রিতে অনন্ত চাঁদ,
অনন্ত জোসনা, অনন্ত রূপের মুগ্ধতা ছড়ায় আকাশ পানে।

প্রেম যেন সাগরের উত্তাল হৃদয়;
প্রেম যেন মরুভূমি বিস্তৃত পথ।
প্রেম যেন দূর নক্ষত্রের তারাভরা অসীম আকাশ।
প্রেম যেন স্বপ্নের মোহনীয়তা…
প্রেম যেন কঠিন হৃদয়ে উর্বর ফসলের মাঠ।

প্রেম যেন কঠিন শাসকের হৃদয়েও
ভালোবাসার কাঁপন তোলে;
প্রেমই যেন আমাদের অন্তর তন্ত্রের নিয়ন্ত্রক;
আমাদের শাসক’ আমাদের সবকিছুর মূলে
প্রেমই যেন জগতের সুন্দর বার্তাবাহক।
নানাভাবে বার্তা দিয়ে যায় নানা রঙের নানা সমঝোতায়।

প্রেম ও ভালবাসার রাস্তায় ক্ষত হলে
মরে যায় প্রেম; মরে যায় ভালোবাসা, মরে যায়
একটি একটি করে দুটি জীবন।
প্রেম নানা বিসর্জনের মধ্য দিয়ে নির্বাণের পথ খোঁজে।
আসলে প্রেম খোঁজে শৃঙ্খলা, শান্তি কোমলতা।
প্রেম আত্মিক কামনায় নানাভাবে বলিদান দেয়।

যুগল মনে সঞ্চার করে নতুন এক দিগন্ত।
প্রেম হিংস্রতা খোঁজে না কারও বিরুদ্ধে গিয়ে।
বিপন্নতা খোঁজে না, সহ শতাব্দি ধরে
মৌনতা ভরে তুলে দেয় পাখির কন্ঠে, সুমধুর সুর।
ভালোবাসা অস্ত্র হাতে তুলে নেয় না।
প্রেম, মনের নগণ্য ভাবনা, নগণ্য চিন্তা আর নগণ্য
অযাচিত প্রবঞ্চনার দানা বাঁধা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে।

আসলে প্রেম বিদ্রোহী নয়
প্রেম বিদ্রোহ করেনা প্রেমে ভালোবাসা থাকে,
অভিমান থাকে, তারপরেও
সবকিছুকে ভুলে গিয়ে কাছে আসে, কাছে যায়।
প্রেম শুধু পবিত্র স্বচ্ছ পানির মত পবিত্র নয়।
তার চেয়েও বেশি কিছু তার চেয়েও সুন্দর।
প্রেম ভালোবাসা শুধু সৃষ্টির সূচনা করে না
প্রেম রচিত করে সমাধির প্রাচীন কবর।
প্রেম মরুর বুকে সৃষ্টি করে নতুন জীবন
শুনেছি প্রেম পাথরে ফুল ফোটায়, মরা বৃক্ষে পাতা জন্মায়।

প্রেম শুধু পবিত্র নয়।
প্রেমের পবিত্রতা জগতের অন্য সব কিছুর
চেয়েও সুন্দর’ অন্য সবকিছুর চেয়ে আলাদা
অন্য সব কিছুর
চেয়েও অনন্য অসাধারণ।
প্রেম সঙ্গীত এর চেয়েও সুন্দর, সুমধুপুর।
রাতের ধ্রুব তারার চেয়েও উজ্জ্বল
ধূসর চাঁদের চেয়েও অমায়িক।
প্রেম কঠিন সূর্যের মতো কখনো কখনো জ্বলে ওঠে!
প্রেম নগরের প্রস্তর কঠিন দেয়াল প্রাচীর…
প্রেম সংগীতের চেয়েও সুমধুর
রহস্যের চেয়েও রহস্যময়, অলৌকিকতার চেয়েও অলৌকিক।

প্রেমকে কিভাবে তুলনা করবো বলো,
ভালোবাসাকে কিভাবে তুলনা করবো…
যার কোনো কিছু দিয়ে তুলনা হয়না তাকে কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না।
প্রেম হেঁটে চলা হাজার কিলো পথ…
প্রেম দীর্ঘ দৈহিক দৌত্যের বিরুদ্ধে যুদ্ধ করে ইতিহাস গড়ে
প্রেম প্রস্ফুটিত কোমল আলোর চেয়েও সুন্দর।

প্রেম যৌবনের বাধাকে ছেড়ে চলে যায়।
তৈরি করে নতুন এক জীবন আসলে প্রেমের কোন বয়স নেই
ভালোবাসার কোন ছোট বড় নেই।
প্রেম যে কোন ধরনের আগাছা মুক্ত করে
এগিয়ে চলে নতুন এক দিগন্তের দিকে…
প্রেম আগুনকে ভয় পায়না, পানিকে ভয় পায় না।
ঝড় কে ভয় পায় না, তুফান কে ভয় পায় না।
টর্নেডোকে ভয় পায়না, সাইক্লোনকে ভয় পায় না
এমন কি কোন কিছুতে নয়!

প্রেম-ভালোবাসা শাসকের বুকেও কাঁপন ধরায়।
আসলে প্রেম ভালোবাসার জ্যোতির্ময় উৎস
যাকে বারংবার অনুধাবন করতে হয়।
প্রেম সুন্দর, একমাত্র জগত, এই মহান পৃথিবী।
প্রেম ভালোবাসা একজন প্রেমিক মনে পৃথিবীতে বেহেশত তৈরি করে।
প্রেমের মধ্যে স্বর্গের সবকিছু রোহিত।

ভালোবাসা আত্মার নিকটতম মসনদ
থেকে ভেসে আসা রহস্যময় মুগ্ধতা
সৌন্দর্য আর বন্ধুত্বের প্রতীক।
প্রকৃতির মতোই সুন্দর, বন্য হাওয়ার মতই পাগল করা।

প্রেম পৃথিবীর নতুন এক প্রহর…
প্রেম পৃথিবীর নতুন এক দিগন্ত…
প্রেম পৃথিবীর নতুন এক সন্ধ্যা…
প্রেম কখনো সমাহিত নয় সমাদিত হয় চারদিকে
প্রেম যখন জেগে ওঠে অন্তরের কঠিন কলরব থেকে
তখনই বিস্ফোরিত হয় নতুন উজ্জ্বল আলোকরশ্মি নিয়ে।

প্রেম পৃথিবীর অন্য এক রূপ।
যেখানে কোন বর্ণ নেই, সেখানে কোন ধনি-গরীব নেই যেখানে কোন ছোট বড় নেই
আসলে প্রেমের কোন ধর্ম নেই জাতপাত নেই।
প্রেমের কাছে সবাই সমান
প্রেমের কোন বয়স নেই, ভালোবাসার কোনো ঠিকানা নেই।

প্রেম নিজেই এক অসীম ক্ষমতার অধিকারী
প্রেম-ভালোবাসা নিজেই সৃষ্টি করে একটি সাম্রাজ্য।
প্রেম আমাদের আত্মার সুদূর থেকে ভেসে আসা উচ্ছ্ল কলহাস্য।
প্রেম সেই বন্য হাওয়া, যা তোমাকে তোমার বোধের মাঝে সমাহিত করে।

আর শাসন করে শাসক হয়ে
আমাদের সুজলা সুফলা সুন্দর পৃথিবীকে
এখানে মানুষ সবাই সমান।
এখানে মানুষ মানবতার আলোকে নিজেকে রাঙ্গিয়ে
এগিয়ে চলে ভবিষ্যতের দিকে।
আমাদের অন্তরে যদি প্রেম না থাকে, ভালোবাসা না
থাকে তবে তার মাঝে সৃষ্টির কোন কিছুই বিদ্যমান নয়।

প্রেম পরিযায়ী পাখির মতই সুন্দর
পরিযায়ী পাখির মতই দেখতে
প্রেম প্রাচীন হ্রদ এর মতই মানুষকে কাছে টানে
প্রেম আসলে সভ্যতার উদ্যোক্তা…
প্রেম ছাড়া জগতের কোন কিছুই সুন্দরভাবে গঠন হয় না, পরিচালিত হয় না।

যাঁর হৃদয়ে প্রেম আছে ভালোবাসা আছে
তার চেয়ে সুন্দর আর কিছু নেই, কেউ নেই।

2 thoughts on “প্রেম…

  1. প্রেমই জিতে যায়।
    প্রেমের শুভ্রতা ছড়িয়ে পড়ে দিগ্বিদিক
    প্রেম যেন জগতের বিস্তৃত পাহাড়ের মতোই অসীম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এই জগতে প্রেম ছাড়া কিছু আছে কি? প্রেমভালবাসা নিয়েই মানুষের জীবন। 

    সত্যি ভালো লিখেছেন, দাদা। শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।