স্পৃহা

10511-13

মাঝেমধ্যেই শোনা যায় ভালো মানুষ বেশিদিন বেঁচে থাকতে পারে না। এটি প্রকৃতির কোন খেলা কিনা জানিনা তবে এখানে মানুষের হাত রয়েছে। কিন্তু ভালো মানুষ কি শুধু বেশীদিন বাঁচেনা নাকি খারাপ মানুষের ও যেমনি ভাবে না হয় অন্য দিন বলব তবে এটুকু বলতে পারি “ভালো মানুষ মরে না শরীর থেকে আপন আত্মাটা শুধু চলে যায়” কিন্তু তাকে মানুষ স্মরণ রাখে। তাই আমি খুব বৃদ্ধ হয়ে মারা যেতে চাই তোমাকে নিয়ে।

১.
আমি ক্ষুদ্র কিছু পাবার জন্যে
তোমার মাঝে, বেঁচে থাকতে চাই।
এই বলে আমি বেঁচে থাকতে চাই
যে, আমি কোন অনুদান গ্রহীতা না।
আমি কিছু না পাওয়ার যন্ত্রনা
বুকে নিয়ে পাড়ি দিয়েছি হাজার বছর…
পাওয়ার প্রত্যাশা কোনোকালেই
আমার নেই, ছিলনা।
তবুও আমি ক্ষুদ্র কোন প্রাণের
জন্য বেঁচে থাকতে চাই
ক্ষুদ্র কোনো ভালো লাগানোর জন্য
বেঁচে থাকতে চাই

তাইতো
তোমার মাঝে বেঁচে থাকতে চাই
তোমার জন্য বেঁচে থাকতে চাই

আমি খুব বৃদ্ধ হয়ে
এই ইহলোক থেকে প্রত্যাগমন করার
প্রয়াস নিয়ে বেঁচে থাকতে চাই
খুব সামান্য কিছুও পাবার মোহ নিয়ে
মারা যেতে চাই তোমার জন্য

২.
আমি খুব ছোট ক্ষুদ্র
একটা বালুকণার মত সুন্দর স্বপ্ন নিয়ে
অন্যরকম কিছুর জন্য
বেঁচে থাকতে চাই

আমি তোমার, তোমার আমার সন্তানের
এমনকি আমার চারপাশের
সবার তরে খুব, খুব ক্ষুদ্র-ক্ষুদ্র শখ
পূরণ করার জন্য
হলেও বেঁচে থাকতে চাই

তোমার ছোট-ছোট ইচ্ছাগুলো
তোমার ছোট-ছোট আবদারগুলো
পাওয়া না পাওয়া গুলো
পূরণ করার জন্য হলেও
তোমার জন্য বেচে থাকতে চাই
তোমার বেঁচে থাক অবধি
এই সুন্দর লোকে বেঁচে থাকতে চাই

আমি বেঁচে থাকতে চাই
সাধারন কিছু জীবনের প্রত্যাশা নিয়ে
সন্তানের হাসি দেখার জন্য
বেঁচে থাকতে চাই

৩.
সন্তানের আবদারের জন্য
বেঁচে থাকতে চাই
আমি একটা পরিবারের
মাঝে সুন্দর একটা পরিবার
নিয়ে বেঁচে থাকতে চাই

যেখানে আমি থাকবো
তুমি থাকবে আমাদের সন্তান থাকবে
মাঝখানে আর দুই পাশে
থাকবে দাদিমা নানিমা…

আমি একটা ফুল হাতে নিয়ে
প্রতিদিন বাইরে থেকে ফেরার পথে
তোমার হাতে তুলে দেয়ার জন্য
হলেও বেঁচে থাকতে চাই

আমি বেঁচে থাকতে চাই
বড় চুলের খোপা তৈরি করে
দেয়ার জন্য হলেও
মাথায় বিলি কেটে
ঘুমিয়ে দেয়ার জন্য হলেও
বেঁচে থাকতে চাই…

৪.
আমি বেঁচে থাকতে চাই
বুকের মধ্যে নিয়ে
ঘুমিয়ে থাকার জন্য হলেও
বেঁচে থাকতে চাই
বেঁচে থাকতে চাই
তোমার চোখে চোখ রেখে
কথা বলার জন্য…

আমি তোমাকে নিয়ে
প্রকৃতির খোলামেলা উদ্দানে
ঘুরতে-ঘুরতে হাত ধরে পথ
চলতে-চলতে স্বপ্ন দেখতে-দেখতে
কথা বলার জন্য হলেও
বেঁচে থাকতে চাই

হ্যাঁ, আমি বেঁচে থাকতে চাই
তোমার চোখে-চোখ রেখে
দীর্ঘ সময় তাকিয়ে দেখার
জন্য হলেও বেঁচে থাকতে চাই

আমি বেঁচে থাকতে চাই
দীর্ঘদিন দীর্ঘ মাস দীর্ঘ বছর
দীর্ঘ যুগ দীর্ঘকাল!


এর মধ্যে না হয় এক শতাব্দী
দুই শতাব্দী তিন শতাব্দী
কিংবা এমন হাজার শতাব্দী
পেরিয়ে যাক শতায়ু নিয়ে
আমরা বেঁচে থাকতে চাই
জীবনের এই অঢেল সৌন্দর্যে মুগ্ধ হয়ে।

তোমার হিমেল শরীরে
শীতের রাতের উষ্ণতা হয়ে
বেঁচে থাকতে চাই
শীতের রাতের পশমি
মখমলের পোশাক হয়ে
বেঁচে থাকতে চাই
তোমার মাঝে তোমাকে জড়িয়ে

আমার কবিতার মাঝে
বেঁচে থাকতে চাই
তোমাকে বেঁচে থাকতে চাই
তোমার কবিতার মাঝে
আমি বেঁচে থাকতে চাই

হ্যাঁ, খুব প্রাণভরে বেঁচে থাকতে চাই
বেঁচে থাকতে চাই
তোমার ভালোবাসার মাঝে

৬.
তোমার ক্ষুদ্র ক্ষুদ্র
চাওয়ার মাঝে পাওয়ার মাঝে
দুষ্টু মিষ্টি হাসির মাঝে
দুষ্ট-মিষ্টি জিতের মাঝে

আমি তোমার জন্য
খুব ক্ষুদ্র কিছু হয়ে বেঁচে থাকতে চাই
তোমার আসল হয়েও বেঁচে থাকতে চাই
চোখের কাজল হয়ে বেঁচে থাকতে চাই
তোমার নিঃশ্বাস বেঁচে থাকতে চাই

আমি বেঁচে থাকতে চাই
তোমার বিশ্বাস হয়ে
বেঁচে থাকতে চাই তোমার অহংকার হয়ে
বেঁচে থাকতে চাই তোমার অনুপ্রেরণা হয়ে
আমি তোমার শক্তি হয়ে বেঁচে থাকতে চাই
প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মিনিট
প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড বেঁচে থাকতে চাই

বেঁচে থাকতে চাই বিপদে সাহস হয়ে
একলা পথের সাথী হয়ে
বেঁচে থাকতে চাই যাতে
কোনো বিপদের আভাস না পাও
যাতে তুমি একলা ফিল না হও

৭.
বেঁচে থাকতে চাই অন্যের মাঝে গল্প হয়ে
বেঁচে থাকতে চাই তোমার মুখে মুখে
তোমার অহংকার হয়ে বেঁচে থাকতে চাই
বড্ড পিপাসিত জীবন নিয়ে
বেঁচে থাকতে চাই তোমার জন্য

হ্যাঁ, বেঁচে থাকতে চাই
বেঁচে থাকতে চাই অনুপ্রেরণা হয়ে
বেঁচে থাকতে চাই দুর্লভ কিছু শক্তি হয়ে
বেঁচে থাকতে চাই তোমার প্রতিনিয়ত সাহস হয়ে

আমি হেরে যাওয়ার ভয়ে
কোনদিন তোমাকে ছেড়ে যাব না চলে
সে জন্যই বেঁচে থাকতে চাই তোমার মাঝে
তোমার জীবন জুড়ে তোমার অস্তিত্বে
জানিনা এভাবে অন্য কেউ বেঁচে থাকতে চায় কিনা
কিন্তু আমি বেঁচে থাকতে চাই
আমি বেঁচে থাকতে চাই তোমার হৃদয়ে

হে প্রিয়তমা,
হে প্রিয়সি আমার,
হে স্ত্রী বাঁচবো কি আমি?
বেঁচে রাখবে কি তোমার মাঝে
আমি তো তোমার হয়ে গিয়েছি
বহু আগেই বহুকাল বহু যুগ পূর্বেই
জেনেছ কি কখনো?

.
স্পৃহা
(ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা, কামনা, অভিলাষ, স্পৃহা)

2 thoughts on “স্পৃহা

  1. আমার কবিতার মাঝে আমি বেঁচে থাকতে চাই
    তোমাতে বেঁচে থাকতে চাই
    তোমার কবিতার মাঝে … আমি বেঁচে থাকতে চাই।

    ___ কবি মনের আকুলতা পরিষ্কার উঠে এসেছে প্রিয় কবি প্রিয় শামীম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার লেখা কবিতা পড়ে সত্যি মুগ্ধ হলাম।
    শুভকামনা থাকলো কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।