দণ্ডপ্রাপ্ত দেহ

221550

হে মানুষ তোমাকে স্মরণ করো
………. প্রত্যহ ঘুম শেষে।
আপনার ভেতরে আপন সত্তাকে
অনুভূতি দ্বারা চেনো;

হৃদয়ের সেতুবন্ধনে
স্বতঃলব্ধ জ্ঞান যেভাবে পাঠ করেছ
প্রতিজ্ঞার বাক্য ভরে চয়নে চয়নে।

তবু জেগে তোলো
অদৃশ্যের অনুভূতি অদৃষ্ট-যোগে;
ইন্দ্রিয়ের ষষ্ঠ শ্রেণি থেকে
ভিন্ন যৌগের চিহ্ন নিয়ে।

মুছে ফেলো, বিবেকের গোপনীয়তা
মুছে ফেলো দাসত্বের ক্রন্দন
তারপর, ভালবাসতে শেখো।

শ্রাবণের কালো মেঘ চিরে
বেরিয়ে আসা, গোপন তকলিফ
কিছু টগবগে ফুটন্ত আলোয় ঢেকে দিয়ে
ধারালো স্মৃতির পদভারে দিশেহারা।

একদা জেগে তুলবে ঊষার লগ্নে
সোনালী সকালের প্রথম হাসি।

অন্তরের জন্মানো বুদবুদ যখন
বাইরে এসে ভেসে বেড়াবে
পাথরের বুকে জন্ম নেওয়া পদ্ম;

জমিনের বুকে জন্ম নেয়া গোলাপ
জলের বুকে ভেসে তুলবে
………..মসৃণ শাপলা।

আমাদের সবুজ আবৃত পৃথিবী;
জীবনের সেই মিলনক্ষেত্র।
কোন এক অপার্থিব
জীবনের গল্প একে পরিপূর্ণ করবে
কানায়-কানায়, দর্শনের নদ।

দৃশ্যমান এই ঝর্না…
আর পরিযায়ী স্মৃতির পটভূমিকা
অকারণে দুঃখের ফেরি করে
খুশি ঝরায় অন্যের মুখ।

এভাবেই অস্তিত্বের কলরবে
মুখর হয় পৃথিবীর পথ
নিরব হৃদয়ের দগ্ধকে বিদায় দিয়ে
অন্তরে তৈরি করি প্রেমের সাইরি।

2 thoughts on “দণ্ডপ্রাপ্ত দেহ

  1. এভাবেই অস্তিত্বের কলরবে
    মুখর হয় পৃথিবীর পথ
    নিরব হৃদয়ের দগ্ধকে বিদায় দিয়ে
    অন্তরে তৈরি করি প্রেমের সাইরি। ____ শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।