পৃথিবীর অপার সৌন্দর্য
ঘিরে অপার সমরোহ চলছে তো চলছেই
এইতো আমি, তুমি; সাগরের বুক চিড়ে
উদিত সূর্যের মুখোমুখি।
মাঝি মাল্লার পালতোলা জাহাজ
ইলিশ ধরছে
সাইরেন বাজছে
ঝাঁক ঝাঁক শঙ্খচিল
শিকার করছে
কত না মনোরম দৃশ্য
জোট বেঁধে আক্রমণ!
কী বিস্ময়ভরা আকাশ,
আর বঙ্গোপসাগরের বুকে ভেসে বেড়ানো
উষ্ণ শীতল বাতাস
যেন প্রকৃতির এই সমুদ্র ঢেউ
ধূসর শরীরে চাঁদের স্নিগ্ধতা
আমরা দেখছি দুচোখ মেলে দেখছি
আমাদের সৌভাগ্য
আমাদেরকে এদিকে এনেছে;
ধূসর মেঘের বুক চিরে
রক্তাক্ত সূর্য, রক্তাক্ত মেঘ
আমাদের হাতে’ হাত
চোখে, চোখ, একদৃষ্টে তাকিয়ে
আর কি কোনো পরিকল্পনা আছে
সময়ের আঁধার ডুবে দিয়ে
আমরা যে মিলিত হয়েছি
এই জীবনের পথদ্বারে
একি কম বিস্ময়কর দঙ্গল!
অযৌক্তিক কিছু নয়
আজ বাতাসে মেঘের গর্জন নেই
শান্ত সমুদ্রের বুকে
অতর্কিত নেই কোন ঢেউ
যা কী না ভীতি ছড়াবে
আমাদের মনে, আমাদের কন্ঠে
আমাদের উৎকণ্ঠায়,
আমাদের অস্তিত্বে
অথবা আমাদের জীবন বেলায়।
দূরের সেই মেঠো পথে
অসংখ্য দম্পত্তির পথচলা
জলে-স্থলে উপভোগের কিছু সময়
আনন্দিত, উচ্ছ্বাসিত
জীবনের সকল ক্লান্তি মুছে
ওরা যেনো আজ তাদের হৃদয়ে
নির্মল বাতাস ছড়িয়েছে।
এক অপার মহিমা
তাদেরকে বারবার টেনে এনেছে
এই সমুদ্রের সৌন্দর্যের মুগ্ধতায়
আমরা কোন একদিন
নতুন দ্বীপের অন্বেষণ করব
নতুন দিনের খোঁজে পথে চলবো
নতুন স্বপ্নের তাড়নায় এগিয়ে যাব
এইতো জীবন, জীবনের কি
আর কোনো উদ্দেশ্য রয়েছে!
নাবিকের সৌন্দর্য তার জাহাজের স্টিয়ারিং
এখানে নেই কোন বন্য বোধ
পরমানন্দ ছুঁয়ে যাবে
জীবনের সকল বালুকা বেলায়
এখানে গভীর সমুদ্রের তলে কি রয়েছে
একদা আমরা দেখতে আসবো
আবার নতুন করে নতুন দিনের খোঁজে
নতুন পথের পথিক হয়ে।
জীবনের কোন শিরোনাম নেই
শিরোনামহীন এই জীবনের পথে
আমরা চলেছি দুজনার দুটি হাত এক করে
আমরা মিলিত হয়েছি
কিছু শব্দের মোহনীয়তায়।
মহিমান্বিত সোনালী আকাশ
সমৃদ্ধ বিস্তৃত পাহাড়
মিলিয়ন বছর ধরে অতিক্রম করে চলছে
তাঁর প্রদর্শিত রূপ
উপমা ছুঁয়ে যাবে কালের বিবর্তনে
যেখানে কোনো অনুগ্রহ নেই
তারই টানে তারই অনুগ্রহে
আমাদের এই পদধূলি
আমাদের করেছে একত্রিত।
এখানে কোন উষ্ণতা নেই
উষ্ণতা যেন আমরাই ছড়িয়েছি প্রকৃতির মাঝে
আমরা ভালোবাসা ছড়িয়েছি
আমাদের হৃদয় দিয়ে
প্রসারিত জীবনের এই সমারোহে
আমরা দুজন দুজনের মাঝে
বিনিময় করি আমাদের ভালোবাসা।
হৃদয় তীব্র প্রভাবে স্পন্দিত হয়
হে প্রিয় প্রতিজ্ঞা বিনিময় হোক আজ থেকে
এই হোক পণ, আমরা আছি থাকবো
রঙ্গিন খামে ইতিহাসের পাতায়
আমাদের অন্তরে মানুষের হৃদয়ে
দিতে থাক মনুমেন্ট এর মত
অস্তিত্ব থেকে আরেক অস্তিত্বের মাঝে।
© বখতিয়ার শামীম
© Saturday 27 November-2021
© Time:02:56pm.
ধূসর মেঘের বুক চিরে
রক্তাক্ত সূর্য, রক্তাক্ত মেঘ
আমাদের হাতে’ হাত
চোখে, চোখ, একদৃষ্টে তাকিয়ে … পথ ও পথিক।