সাদা ঘোড়া ছুটবে যখন
ভেঙে পড়বে চতুর নিশান
পাপের দেওয়াল ধ্বংস হবে
প্রকৃতির ওই শান্ত দিশা
পাতাল ফুঁড়ে আসবে তখন।
অজ্ঞতার ওই নষ্ট নষ্টাচারী
এদিক ওদিক ছুটবে তখন
অপরাধের রাজত্ব ওই
হ্যাঁচকা টানে ভাঙবে তখন।
ঈশ্বর রুপে মানব যখন
হচ্ছে রে ওই প্রতাপশালী
ক্ষয় হবে তার শক্তি যত
চড়বে তখন পাপের বলি।
রূপকথার ওই অন্ধকারে
মিথ্যার যখন শক্তি ধারা
সত্য তখন অন্ধকারে
আলো তখন বাতি হারা।
এমন সময় আসবে ও সেই
পাপের নিয়ম ভঙ্গ কারি
মূর্খরা সব কুয়ো থেকে
দেখবে ওসব ঘাপটি মারি।
নাদান যখন দেশের রাজা
স্বঘোষিত বিশ্বনেতা
দুঃশাসনের মূল্য দেবে
সুশাসনের কর্ম ত্রাতা।
দেশে হবে হাজার আইন
টিকে থাকার পড়বে বলয়
ক্ষমতার ওই গোলকধাঁধায়
মরবি তখন নির্বিচারে।
আকাশ ফুঁড়ে পাতাল ফুঁড়ে
শুনরে মানুষ একই ধ্বনি
সত্য ওরে আলোয় ফিরে
প্রকাশ করবে তাহার বাণী।
সাধুবেশে অসাধুরা
খেলবে যখন মিথ্যা খেলা
ক্ষমতার ওই বড়াই করে
অপরাধে কাঁটবে বেলা।
গুম হয়ে যায় সত্য তখন
দুঃশাসনের দুপুর বেলায়
প্রজা হারায় স্বাধীনতা
অপআইনের বেনাম খেলায়।
সূর্যোদয়ের উঠোন বেলায়।
বিজয়ের শুভেচ্ছা রইলো প্রিয় কবি শামীম বখতিয়ার।