কর্ম … সহায়ক … ভাগ্য

ভাগ্য পরিশ্রমীদের পরিবর্তন করে। ভাগ্য, ভাগ্যের উপর বিশ্বাসী মানুষদের স্বপ্নের মধ্যে বিভোর রাখতে পছন্দ করে। আপনার জীবনে কিছু সুযোগ সব সময় আসবে সেই সুযোগটা আসা মানে এই নয় যে আপনার ভাগ্য সহায় থাকবে আপনি পরিশ্রম করেছেন এই পরিশ্রমের মূল্যই ভাগ্য;

ভাগ্য সে সেজন্য এসেছে এবং তা আপনার জন্য সম্ভবপর হয়েছে। ভাগ্যের সম্ভবপর ব্যাপারগুলো পরিশ্রমের উপর নির্ভর করে, পরিশ্রমে যদি আপনি সফলতা পান তবেই আপনার ভাগ্য সহায় হয়।

(ভাগ্য কোন পড়ে পাওয়া ধন নয়) এটি বাঙালির প্রাচীন প্রবাদ আর ভাগ্য কোন চমৎকারই বিষয় নিয়ে আসে না যেকোনো পরিবর্তন অপরিবর্তিত নয় আপনার জীবনে পরিবর্তন তখনই আপনার সঙ্গ দিবে যতক্ষণ আপনি তাকে আপনার সঙ্গ থেকে বিমুখ করবেন না।

মনে রাখবেন আপনার জীবনে যা আসে তা আপনার পরিবর্তনের ফসল যা চলে যায় তা আপনার অসামঞ্জস্য কর্মের সাথে অসংগতিপূর্ণ।

1 thought on “কর্ম … সহায়ক … ভাগ্য

  1. জীবনে যা আসে তা পরিবর্তনের ফসল; যা চলে যায় তা অসামঞ্জস্য কর্মের সাথে অসংগতিপূর্ণ। ___ সত্য।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।