শূন্যতা ছুঁয়েছে মন

spor

মহাকালের সূর্যটা একাই চলেছে বয়ে
কালের গর্ভে মহাকাল হয়ে
একা থাকার এই সমারহে
পথটাও রয় একা প্রবল শূন্যতায়।

তাই আজ তুমি
কতটা শূন্যতায়
সেজেছ পথিক তুমি, মন।
কতটা শূন্যতায় ভেঙেছে হৃদয়;

কিভাবে চলেছে দিন
দিনে দিনে করে ঋণ জানা নেই তবে
বেঘোরে বেঘাত, সব
হয়েছে বেহাত কী তা জানো

একা, একাই কেটেছে দিন
ধীরে ধীরে করে ঋণ
এক আকাশ শূন্যতা এঁকে
একাকিত্বের সাথে একা হাতে খড়কুটো রেখে
চলেছে দুনিয়ার পথিক নির্জন পথ বহুদূর
প্রকৃতির এই শূন্যতার মাঝে।

2 thoughts on “শূন্যতা ছুঁয়েছে মন

  1. একাকিত্বের সাথে একা হাতে খড়কুটো রেখে
    চলেছে দুনিয়ার পথিক নির্জন পথ বহুদূর
    প্রকৃতির এই শূন্যতার মাঝে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর উপমা সমৃদ্ধ কবিতাটি!

    অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রইল!

মন্তব্য প্রধান বন্ধ আছে।