ইউনিকোড ও পরিচয়
কোথায় এসে দাঁড়িয়েছি?
একটিও সিগন্যাল নেই।
একটিও স্কুলকলেজ নেই, পথে প্রান্তে বাজার নেই
রেস্তোরাঁ নেই। আশপাশে কেউ নেই শুধু একটি আগ্রাসী কুকুর
ধুকপুক পাশকেটে ছুটে গেল; কোথায় যেন গেল?
উতল বাতাস সিধে হয়ে ধাওয়া করল
নিষ্পাপ শাদা চরিত্রের ভেতর;
আর আমি নিজের ছায়াকে
নিজের ইউনিকোড করে পরিচয় দিয়েছি।
আমাদের কেউ কেউ সোনার বাংলা,
আমাদের কেউ কেউ সংকল্প, ময়মুণ্ডলীর অবলোকন আকাশ।
_______________
স্বতন্ত্র ঘরানার লিখা নিঃসন্দেহে। ভুলে গেলে চলবে না আমাদের অনেকে মায়াবীও আছে। ধন্যবাদ প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সন্ধ্যা।
শ্রদ্ধা স্যার।ভালবাসা অবিরাম
কেউ কেউ আমাদের সোনার বাংলা,মুগ্ধ হলাম,, চমৎকার হয়েছে কবিতাটি,,,শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়,,
ধন্যবাদ কবি
বাহ্ দারুণ সব উপমা !! অভিনন্দন জানবেন কবি।
ধন্যবাদ দিভাই
ভালো লাগার মতো কবিতা সুলতান ভাই। শুভেচ্ছা রইলো। শুভ সকাল।
ভালবাসা প্রিয় কবিদা
নিজের ইউনিকোড করে পরিচয় দিয়েছি।
শুভেচ্ছা প্রিয় কবিদা