ইউনিকোড ও পরিচয়

ইউনিকোড ও পরিচয়

কোথায় এসে দাঁড়িয়েছি?

একটিও সিগন্যাল নেই।
একটিও স্কুলকলেজ নেই, পথে প্রান্তে বাজার নেই
রেস্তোরাঁ নেই। আশপাশে কেউ নেই শুধু একটি আগ্রাসী কুকুর
ধুকপুক পাশকেটে ছুটে গেল; কোথায় যেন গেল?
উতল বাতাস সিধে হয়ে ধাওয়া করল
নিষ্পাপ শাদা চরিত্রের ভেতর;
আর আমি নিজের ছায়াকে
নিজের ইউনিকোড করে পরিচয় দিয়েছি।

আমাদের কেউ কেউ সোনার বাংলা,
আমাদের কেউ কেউ সংকল্প, ময়মুণ্ডলীর অবলোকন আকাশ।
_______________

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

10 thoughts on “ইউনিকোড ও পরিচয়

  1. স্বতন্ত্র ঘরানার লিখা নিঃসন্দেহে। ভুলে গেলে চলবে না আমাদের অনেকে মায়াবীও আছে। ধন্যবাদ প্রিয় কবি মি. টিপু সুলতান। শুভ সন্ধ্যা। :)

  2. কেউ কেউ আমাদের সোনার বাংলা,মুগ্ধ হলাম,, চমৎকার হয়েছে কবিতাটি,,,শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়,, 

  3. ভালো লাগার মতো কবিতা সুলতান ভাই। শুভেচ্ছা রইলো। শুভ সকাল। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।