উত্তর পরাগায়ন
ছন্দ মিলুক না মিলুক-
এসব আমাকে পাগল করে ফেলে
কবিতার নতুন শব্দরা
আবেগে ঠাসা ঘোরতর উত্তরণ মুখের অনাধুনিক!
কখনো লিখছি মানুষের মুখাবয়ব, কখনো লাশের;
এসবে কেউ কাছে টানে। কেউ দূরে ঠেলে-
প্রত্যেকদিন আকাশের মতন
শাদা খাতায় আঙ্গুল নেড়ে
কালো কালিতে রক্ত ঝরায়, কখনো অরণ্য বেড়া ফুলের ওপর
উত্তর পরাগায়ন; কখনো বাতাস আর আগুন মিলে
পোড় দেয়া হয় স্বর্ণপাতে-দু’হাত মেলে তুলে ধরি
রেখোপ্রেম
সংসারে বাতির দিয়াশলাই।
গহীন অন্ধকারময়ী ভেতর থেকে আনি
রমণী কিংবা পুরুষ-চেনা অচেনা মুখগহ্বর
সকলকে বলি ভয়ার্ত সাপ নয়-ফুল ফোটার হলুদ রেণু!
সেসব হাজার বছরের অনন্য জগৎ…
___________________
তাং- ৩১/০৮/১৮ ইং | ঢাকা
শাব্দিক ভাবনা এবং মোহন প্রকাশ সত্য সত্যিই মুগ্ধ করার মতো। ধন্যবাদ কবি।
অসংখ্য ভালবাসা স্যার।শুভেচ্ছা
আপনার কবিতার সৌন্দর্য আমাকে মোহিত করে কবি দা। শুভেচ্ছা জানবেন।
আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি দিভাই।
ভালো কবিতা পড়লাম কবি টিপু সুলতান ভাই।
কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দাদা
* সুন্দর…
ভালবাসা কবি