উত্তর পরাগায়ন

উত্তর পরাগায়ন

ছন্দ মিলুক না মিলুক-
এসব আমাকে পাগল করে ফেলে
কবিতার নতুন শব্দরা
আবেগে ঠাসা ঘোরতর উত্তরণ মুখের অনাধুনিক!
কখনো লিখছি মানুষের মুখাবয়ব, কখনো লাশের;
এসবে কেউ কাছে টানে। কেউ দূরে ঠেলে-
প্রত্যেকদিন আকাশের মতন
শাদা খাতায় আঙ্গুল নেড়ে
কালো কালিতে রক্ত ঝরায়, কখনো অরণ্য বেড়া ফুলের ওপর
উত্তর পরাগায়ন; কখনো বাতাস আর আগুন মিলে
পোড় দেয়া হয় স্বর্ণপাতে-দু’হাত মেলে তুলে ধরি
রেখোপ্রেম
সংসারে বাতির দিয়াশলাই।

গহীন অন্ধকারময়ী ভেতর থেকে আনি
রমণী কিংবা পুরুষ-চেনা অচেনা মুখগহ্বর
সকলকে বলি ভয়ার্ত সাপ নয়-ফুল ফোটার হলুদ রেণু!
সেসব হাজার বছরের অনন্য জগৎ…
___________________
তাং- ৩১/০৮/১৮ ইং | ঢাকা

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

8 thoughts on “উত্তর পরাগায়ন

  1. শাব্দিক ভাবনা এবং মোহন প্রকাশ সত্য সত্যিই মুগ্ধ করার মতো। ধন্যবাদ কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আপনার কবিতার সৌন্দর্য আমাকে মোহিত করে কবি দা। শুভেচ্ছা জানবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।